বারাসতে 90টি গরিব পরিবারকে সাহায্য স্থানীয় ক্লাবের
বারাসত পৌরসভার 11 নম্বর ওয়ার্ড । লকডাউনের জেরে অর্ধাহারে দিন কাটছিল 90 টি পরিবারের । তাদের মুখে অন্ন তুলে দিল স্থানীয় ক্লাবের সদস্য়রা ।
বারাসত, 5 এপ্রিল : লকডাউনের জেরে বন্ধ ব্যবসা-বাণিজ্য । কাজ নেই অনেকের । কাজ হারিয়েছে দিন আনা দিন খাওয়া মানুষগুলো । ফলে খাবার জোগাড় করতে সমস্যায় পড়েছে তারা । একদিকে, কাজ না থাকায় পেটের জ্বালা । অন্যদিকে, অভুক্ত শরীরে রোগ সংক্রমণের আশঙ্কা । এমনই 90টি পরিবাররের পাশে দাঁড়াল বারাসতের একটি ক্লাব । পরিবারের সদস্যদের হাতে তুলে দিল নিত্য প্রয়োজনীয় জিনিস ও খাদ্যসামগ্রী । এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 10 হাজার টাকার অনুদানও দেয় তারা ।
বারাসত পৌরসভার 11 নম্বর ওয়ার্ড । এই ওয়ার্ডের ন'পাড়া কালীবাড়ি রোডে ৯০টি গরির পরিবারের বসবাস । লকডাউনের জেরে ওই পরিবারগুলির কেউ অর্ধাহারে, কেউ না খেয়ে রয়েছে। কাজ না থাকায় ঘরেও মজুত নেই খাদ্যসামগ্রী । এই অবস্থায় তাদের পাশে এসে দাঁড়ালেন স্থানীয় একটি ক্লাবের সদস্যরা । আজ সকালে ক্লাবের সানি ঘোষ, বাবু মজুমদার, কল্যাণ আচার্য, রাজু মিত্ররা পরিবারগুলির হাতে তুলে দিলেন চাল, ডাল, তেল, ডিমসহ বিভিন্ন খাদ্যসামগ্রী । চলে সতর্কতামূলক প্রচারও । আর বিপদের সময়ে ক্লাবের সদস্যরা পাশে এসে দাঁড়ানোয় খুশি এই পরিবারগুলিও । তাদের কথায়, "ওঁরা পাশে না দাঁড়ালে না খেয়েই মরতে হত । ওঁদের এই সাহায্য ভুলতে পারব না ।"