দেগঙ্গা, 26 নভেম্বর : একদিকে জরাজীর্ণ রাস্তা, অন্য়দিকে ধুলোর ঠেলায় অতিষ্ঠ এলাকার বাসিন্দারা । তাই রাস্তার সংস্কারের দাবিতে গতকাল বাঁশের ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয়রা । দেগঙ্গার রামনগর এলাকার ঘটনা ।
দেগঙ্গার হাড়োয়া-বেড়াচাঁপা রুটের প্রায় 10 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে রয়েছে । রাস্তার পিচ উঠে গিয়ে ইট বেরিয়ে এসেছে । অভিযোগ, প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি । তাই গতকাল দ্রুত রাস্তা মেরামতি ও ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে দেগঙ্গার রামনগর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ।