পেট্রাপোল, 8 এপ্রিল: পেট্রাপোল সীমান্ত চালু রয়েছে বাণিজ্য । অভিযোগ উঠেছে সেখানে সঠিকভাবে করোনা বিধি মানা হচ্ছে না বলে । অনেকটা শিথিল ভাবেই চলছে বাণিজ্য । এই মর্মে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন ক্লিয়ারিং এজেন্ট সম্পাদক । যদিও অভিযোগ মানতে রাজি নন ল্যান্ডপোর্ট কর্তৃপক্ষ ।
করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশেও । রাজ্যের পাশাপাশি উত্তর 24 পরগনাতে করোনা সংক্রমণ ক্রমবর্ধমান । এই অবস্থায় স্বাভাবিকভাবে চলছে বনগাঁ পেট্রাপোল বন্দরের বাণিজ্য । করোনা বিধি মেনে কাজ চলার কথা থাকলেও সেখানে সঠিক ভাবে মানা হচ্ছে না করোনা বিধি । করোনা বিধির প্রভাবে অনেকটা শিথিলভাবে চলছে বাণিজ্য । এই মর্মে গত 5 মে পেট্রাপোলের ক্লিয়ারিং এজেন্ট সম্পাদক কার্তিক চক্রবর্তী প্রধানমন্ত্রীর কাছে চিঠি লেখেন । তিনি অভিযোগ তোলেন, ল্যান্ডপোর্ট অথরিটির করোনার সঠিক বিধি নিষেধ মানছে না । ভারত থেকে বাংলাদেশে প্রবেশের মুখে বা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের মুখে থার্মাল গানের ব্যবহার হচ্ছে না । বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভ্যাকসিনের ব্যবস্থা করা-সহ একাধিক বিষয় প্রতিকার চেয়ে চেয়েছেন তিনি ।