বারাসত, 17 এপ্রিল : "যদি শিলংয়ের ভিডিয়ো ফুটেজটা সকলকে দেখানোর হয় তাহলে CD টা মিডিয়ার হাতে তুলে দেওয়ার দাবি জানাক রাজীব কুমার। আমি ও রাজীব কুমার যৌথভাবে কোনও চ্যানেলের সামনে প্রেস কনফারেন্সও করতে রাজি আছি।" গতকাল সারদা মামলায় বারাসত আদালতে হাজিরা দিতে গিয়ে একথা বলেন কুণাল ঘোষ।
রাজীব কুমারের সঙ্গে প্রেস কনফারেন্সে রাজি : কুণাল
গতকাল সারদা মামলায় বারাসত আদালতে হাজিরা দিতে গেছিলেন কুণাল ঘোষ। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, "রাজীব কুমারের সঙ্গে আমি প্রেস কনফারেন্সে রাজি।"
কুণাল ঘোষ
রাজীব কুমারের নিজেকে ডিফেন্ড করার প্রশ্নে কুণাল বলেন, "CBI যে এফিডেভিট দিয়েছে, তাতে রাজীববাবুর বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে। তা তিনি নিজের মতো করে ডিফেন্ড করবেন। এটা তো স্বাভাবিক ব্যাপার। এতে আমি অপরাধ কিছু দেখতে পাচ্ছি না।"
কুণাল বলেন, "আমি তৃণমূল কংগ্রেসের পুরনো দিনের সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম। দল যখন বলেছে 42 এ 42। সেটাকে সমর্থন করা আমার নৈতিক কর্তব্য। পাশাপাশি মানুষকে বলব, চারপাশ দেখছেন, নিজের বিবেক অনুযায়ী ভোট দিন।"