পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কামারহাটির নিকাশি ব্যবস্থা ঢেলে সাজাতে উদ্যোগী পৌরসভা, কেএমডিএ

নিকাশির হালহকিকত খতিয়ে দেখতে বৃহস্পতিবার কামারহাটিতে আসেন কেএমডিএ-র এগজিকিউটিভ ইঞ্জিনিয়র শিশির বৈদ্য-সহ অন্য আধিকারিকরা ৷ তাঁরা পৌর কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠক করেন ৷ পরে গোটা এলাকা পরিদর্শন করেন কেএমডিএ-র প্রতিনিধিরা ৷ সঙ্গে ছিলেন পৌর প্রশাসক গোপাল সাহা ৷

KMDA and kamarhati municipality keen to solve drainage problem
কামারহাটির নিকাশিব্যবস্থা ঢেলে সাজাতে উদ্যোগী পৌরসভা, কেএমডিএ

By

Published : Jun 10, 2021, 7:50 PM IST

কামারহাটি, 10 জুন : নিকাশিব্যবস্থা এবং পানীয় জল সরবরাহ-সহ কামারহাটি পৌরসভার উন্নয়ন নিয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠক হয়েছিল বুধবার ৷ সেই বৈঠকে কামারহাটি এবং বরানগরের দুই বিধায়ক এবং স্থানীয় সংসদ-সহ সংশ্লিষ্ট 35টি ওয়ার্ডের কো-অর্ডিনেটর এবং পৌরসভার পৌরপ্রশাসকরা ছিলেন ৷ সেই বৈঠকের 24 ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার কেএমডিএ-র এগজিকিউটিভ ইঞ্জিনিয়র শিশির বৈদ্য-সহ অন্য আধিকারিকরা কামারহাটি আসেন ৷ ঘুরে দেখেন এলাকার নিকাশিব্যবস্থার হাল ৷ সঙ্গে ছিলেন পৌর প্রশাসক গোপাল সাহা ৷

এদিন পৌর প্রশাসক গোপাল সাহার সঙ্গে কথা বলে নিকাশি সংক্রান্ত সমস্যাগুলি কত তাড়াতাড়ি সমস্যার সমাধান করা যায়, তা নিয়ে আলোচনা করেন কেএমডিএ-র প্রতিনিধিরা ৷ তারপর বাগজোলা খাল এবং দাঁতিয়া খাল দেখতে যান তাঁরা ৷ এই দুটি খালের সংযোগস্থলও ঘুরে দেখেন তাঁরা ৷ তারপর বিভিন্ন জায়গায় নিকাশির যে কাজ চলছে, তাও খতিয়ে দেখেন কেএমডিএ-র এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার শিশির বৈদ্য-সহ অন্য আধিকারিকরা ৷

আরও পড়ুন :নিকাশি বন্ধ করে মাছ ও মাখনা চাষেই জলমগ্ন মালদা

প্রসঙ্গত, পানিহাটি অঞ্চলের জমা জল কামারহাটির বাগজোলা খাল দিয়েই পাম্পিং স্টেশনের মাধ্যমে বের করা হয় ৷ এছাড়াও দাঁতিয়া খালের উপর নির্ভর করে আড়িয়াদহ অঞ্চলের বিরাট একটা অংশের নিকাশি ব্যবস্থা ৷ ইতিমধ্যেই গোটা এলাকার নিকাশি পরিকাঠামো সংস্কারের কাজ শুরু হয়েছে ৷ এদিন সেই সবই ঘুরে দেখেন পৌর প্রতিনিধিরা ৷

ABOUT THE AUTHOR

...view details