পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সন্ত্রাসের ব্র্যান্ড নেম তৃণমূল : কিরেণ রিজিজু

"দীনেশ ত্রিবেদী বাইরে ভদ্রলোক হলে কী হবে, তিনি তৃণমূল কংগ্রেসের কালচারের অংশ । যা সন্ত্রাসের সমার্থক ।" ব্যারাকপুরের BJP প্রার্থী অর্জুন সিংয়ের প্রচারে এসে বললেন BJP নেতা কিরেণ রিজিজু ।

কিরেণ রিজিজু (ফাইল ছবি)

By

Published : Apr 20, 2019, 5:39 PM IST

Updated : Apr 20, 2019, 5:53 PM IST

ব্যারাকপুর, 20 এপ্রিল : "তৃণমূল-কংগ্রেসের কার্যকলাপ পশ্চিমবঙ্গ ও দেশের জন্য খারাপ ।" আজ ব্যারাকপুরে BJP প্রার্থী অর্জুন সিংয়ের প্রচারে এসে একথা বললেন BJP নেতা কিরণ রিজিজু । অর্জুন সিংকে নিয়ে হুডখোলা গাড়িতে রোড শো করেন তিনি । পাশাপাশি অর্জুন সিংয়ের BJP-তে আসা প্রসঙ্গে বলেন, "অর্জুন সিং খুব ভালো মানুষ । তাই তিনি তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিয়েছেন । এটা দেশের জন্যও খুব ভালো । কারণ তৃণমূল কংগ্রেস হল সন্ত্রাসের একটা ব্র্যান্ড নেম ।"

ভিডিয়োয় শুনুন কিরেণ রিজিজু বক্তব্য

তৃণমূলের তরফে অর্জুন সিংয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন দীনেশ ত্রিবেদী। দীনেশ ত্রিবেদী প্রসঙ্গে কিরেণ রিজিজু বলেন, "ত্রিবেদী বাইরে ভদ্রলোক হলে কী হবে, তিনি এখানে তৃণমূল কালচারের অংশ । যা সন্ত্রাসের সমার্থক ।"

ভিডিয়োয় শুনুন কিরেণ রিজিজু বক্তব্য

পশ্চিমবঙ্গের মানুষকে বিপ্লব চিন্তার শরিক জানিয়ে কিরেণ রিজিজু বলেন, "এখানে 34 বছরের বাম শাসনকে মানুষ ছুড়ে ফেলেছিল। বামেদের অপশাসন মানুষ সহ্য করেনি। তৃণমূল কেউ মানুষ ছুড়ে ফেলবে । কারণ তৃণমূল আতঙ্কের পরিবেশ তৈরি করে । গোটা দেশ এখন নরেন্দ্র মোদিকেই সমর্থন করছে । তাই শুধু ব্যারাকপুরে নয়, এরাজ্যের বিধানসভা নির্বাচনেও তৃণমূলের পরাজয় হবে ।"

বাংলাদেশের দুই তারকার এই রাজ্যে প্রচারের বিরোধিতা করে বলেন, "গাজি নুর ও ফিরদৌসের বিরুদ্ধে বিদেশমন্ত্রকের দেশ ছাড়ার নির্দেশ একদম সঠিক । সরকারের নিয়ম অত্যন্ত সুস্পষ্ট। আমরা বিদেশিদের স্বাগত জানায় । কিন্তু কোনও আইন বিরুদ্ধ কাজকে সমর্থন করতে পারি না । বিদেশি নাগরিক যে কারণ দেখিয়ে ভিসা নিয়ে এই দেশে এসেছেন, তাঁর সেই কাজই করা উচিত। কিন্তু এই দুই বাংলাদেশি তারকা নিজেদের কাজ না করে ভোটপ্রচার করছিলেন । সেটা ঠিক নয় ।"

Last Updated : Apr 20, 2019, 5:53 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details