বনগাঁ, 8 অগস্ট : শনিবার সন্ধ্যায় হোয়াটসঅ্যাপ এবং ইমেল মারফত জেলা সভাপতির কাছে বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি খালেক বিশ্বাস পদত্যাগ পাঠান ৷ সাংগঠনিক পদে থাকলেও তাঁকে দলের কোনও কাজে লাগানো হচ্ছে না অভিযোগ তুলে পদত্যাগ করেন তিনি। যা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল।
রাজ্যের সর্বত্র বিজেপির ফল খারাপ হলেও বনগাঁ সাংগঠনিক জেলার সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে ছয়টিতে জয় লাভ করেছে বিজেপি। বেড়েছে সংখ্যালঘু ভোটও ৷ ভোটের আগে খালেক বিশ্বাসকে সংখ্যালঘু মোর্চার সম্পাদক করে জেলা বিজেপি। সংখ্যালঘু ভোট বাড়ার ক্ষেত্রে খালেকের অনেকটাই অবদান রয়েছে বলে মত রাজনৈতিক মহলের।
2019 সালে তৃণমূল কংগ্রেসের ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন খালেক বিশ্বাস। পরবর্তীতে 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে তাঁকে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি করা হয়।
সাম্প্রতিক বিজেপির কাজে ক্ষুব্দ হয়ে সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি পদ থেকে ইস্তফাপত্র জমা দিয়েছেন। এবং বিজেপি ছাড়ছেন বলেও জানিয়েছেন তিনি । পদত্যাগপত্র জমা দেওয়ার পরে খালেক বলেন, "নরেন্দ্র মোদির সবকা সাথ, সবকা বিকাশ, বক্তব্য শুনে অনেক আশা নিয়ে বিজেপিতে যোগদান করেছিলাম। কিন্তু বিধানসভা ভোটের আগে আমাকে সংখ্যালঘু মোর্চার সম্পাদক করা হল, দলের কোনও কাজে লাগানো হয়নি। তারপরও দলের হয়ে ভোটে খেটেছি। যার ফলে এখানে বিজেপির 50 হাজারের উপরে সংখ্যালঘু ভোট পেয়েছে।"
আরও পড়ুন :পাঁচ বিধানসভায় কেন খারাপ ফল ? খুঁজে বের করতে 11 জনের কমিটি গঠনের নির্দেশ জ্যোতিপ্রিয়র