পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kali Puja 2023: সন্ধ্যা নামতেই দর্শনার্থীদের ঢল, কালী পুজো ঘিরে জমজমাট বারাসত - barasat

কালীপুজো ও দীপাবলি উপলক্ষে আলোর মেলায় সেজে উঠেছে বারাসত ৷ এখানকার মণ্ডপগুলিতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা ৷

ETV Bharat
বারাসতের কালীপুজোয় আলোর মেলা

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2023, 11:02 PM IST

বারাসত, 12 নভেম্বর: কালী পুজোয় আলোকিত বারাসত। চারদিকে শুধু আলোর ঝলকানি । বারাসতের যেদিকে চোখ যাবে সেদিকেই মূল রাস্তাগুলির উপর ফুটে উঠছে আলোর রকমারি বাহার। আর তা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা । সন্ধ্যা হতেই বারাসতের বিগ বাজেটের পুজো মণ্ডপগুলিতে ভিড় বাড়তে শুরু করেছে ।

কার্যত মণ্ডপে মণ্ডপে থিকথিক করছে ভিড় । আর সেই ভিড় সামাল দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে পুলিশ প্রশাসনও । অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইতিমধ্যে বারাসত জেলা পুলিশের উদ্যোগে যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে । উদ্দেশ্য, সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করা । বিশেষ করে 34 ও 35 নম্বর জাতীয় সড়ক এবং টাকি রোডের দু'ধারে যে সমস্ত বিগ বাজেটের পুজো মণ্ডপ সেজে উঠেছে সেখানে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে । অতিরিক্ত পুলিশ বাহিনীর সঙ্গে সিভিল ড্রেসেও পুলিশ মোতায়েন রয়েছে গুরুত্বপূর্ণ রাস্তাতে । যাতে যে কোনও পরিস্থিতির সামাল দেওয়া যায় ।

শনিবার থেকেই বারাসতে জাতীয় এবং রাজ‍্য সড়কের ওপর ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে । যা চলবে পুজোর ক'টা দিন । এতে দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে পুজো মণ্ডপ দর্শন করতে পারবে বলেই দাবি বারাসত জেলা পুলিশের । সূত্রের খবর, এবার বারাসত এবং মধ‍্যমগ্রামে কালী পুজোর জন্য প্রায় ২ হাজার ২৫০ জন পুলিশ কর্মী মোতায়েন রয়েছে । এছাড়া, ফ্লাইং স্কোয়াড,মহিলা উইনার্স টিম, সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হয়েছে বারাসত এবং মধ‍্যমগ্রাম শহরকে। ছোট বাচ্চাদের জন্য 'চিলড্রেনস আইডেন্টিটি কার্ড'-ও চালু করেছে বারাসত জেলা পুলিশ । দর্শনার্থীদের সুবিধার্থে শহরের প্রাণকেন্দ্র কলোনি মোড়ে তৈরি করা হয়েছে পুলিশি সহায়ক কেন্দ্র । সেখান থেকেই গোটা পরিস্থিতির ওপর নজরদারি চালানো হচ্ছে পুলিশের তরফে । পুলিশের পেট্রোলিং টিমও বিভিন্ন মণ্ডপ এবং অলিগলির রাস্তায় ঘুরে ঘুরে নজরদারি চালাচ্ছে। ফলে,যাবতীয় পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে পুলিশ-প্রশাসন।

ABOUT THE AUTHOR

...view details