বারাসত, 12 এপ্রিল : উত্তর 24 পরগনার প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি তুললেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। আজ দুপুরে বারাসতে জেলাশাসকের দপ্তরে ব্যারাকপুর ও বনগাঁ লোকসভার তৃণমূল প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। সেখানে হাজির ছিলেন জ্যোতিপ্রিয়। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আমি চাই উত্তর 24 পরগনার সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকুক। তাতেও তৃণমূল জিতবে। আমরা সুষ্ঠু নির্বাচন চাইছি। মানুষ যাতে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে।"
সব বুথে কেন্দ্রীয় বাহিনী চাই : জ্যোতিপ্রিয় - tmc
উত্তর 24 পরগনার সব বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি তুললেন জ্যোতিপ্রিয় মল্লিক।
সদ্য গেরুয়া শিবিরে নাম লেখানো ব্যারাকপুরের BJP প্রার্থী তথা এককালীন তৃণমূল নেতা অর্জুন সিং-এর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "অর্জুন যতো খুশি প্রচার করুক। ভালোভাবে প্রচার করুক। 23 তারিখই ও রেজ়াল্ট দেখতে পাবে। বুঝবে কত ধানে কত চাল। আর একটাই কথা বলি ওর চৈতন্য হোক।" এরপরই তাঁকে বলা হয় সায়ন্তন বসু প্রচারে বলছেন আপনারা বসিরহাটে দাঙ্গা বাঁধিয়েছেন। কী বলবেন ? উত্তরে তিনি বলেন, "ও বাচ্চা ছেলে। পরিপক্কতা না হলে তার কথার উত্তর দিতে নেই। আমার যা বয়স তার সমতুল্য কেউ বললে আমি উত্তর দিতে পারি। এখন বাচ্চা ছেলে যদি বলে আমি লজেন্স খাব..."
অন্যদিকে, বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে সব্যসাচী দত্তের ঝামেলা মিটে গেছে বলেও দাবি করেন জ্যোতিপ্রিয়। এবিষয়ে তিনি বলেন, "সব ঝামেলা মিটে গেছে কোনও চিন্তা নেই। খুব তাড়াতাড়ি বারাসতেও প্রচারে সব্যসাচী দত্তকে দেখা যাবে। ইলেকশন খুব সুন্দর হবে। কাকলি ঘোষ দস্তিদার আগের থেকে বেশি মার্জিনে জিতবেন।"