হাবড়া, 3 এপ্রিল : "প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে লড়ুক, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বড় নেত্রী।" গতকাল হাবড়ার এক নির্বাচনী সভা শেষে সাংবাদিকদের বললেন তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। গতকাল তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে হাবড়ার কুমড়া কাশিপুরে এক নির্বাচনী সভায় CPI(M) ও BJP থেকে 16 জন কর্মী তৃণমূলে যোগ দেন।
মোদি আমাদের সঙ্গে লড়ুক, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বড় নেত্রী : জ্যোতিপ্রিয় - TMC leader
কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে হাবড়ার কুমড়া কাশীপুরে এক নির্বাচনী সভায় CPI(M) ও BJP থেকে 16 জন কর্মী তৃণমূলে যোগ দেন। সেই সভা থেকে নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন জ্যোতিপ্রিয় মল্লিক।
জ্যোতিপ্রিয় মল্লিক সাংবাদিকদের বলেন, "BJP-র জেলার সদস্যরা তৃণমূলে যোগ দিচ্ছে। এটা প্রধানমন্ত্রীর কাছে খবর নেই। প্রধানমন্ত্রী শুধু উপরটা দেখছেন, মাঝখানটা দেখছেন, নিচটা প্রধামন্ত্রীর ফাঁকা হয়ে গেছে। BJP-র নিচটা ফাঁকা। কিচ্ছু নেই।" তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী যদি কমব্যাট করতে পারে তাহলে আমাদের সঙ্গে করুক। আমি আছি, ফিরহাদ আছে, শুভেন্দু, অভিষেক ব্যানার্জি আছে। আমাদের সঙ্গে লড়াই করুক আগে। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বড় নেত্রী। ভারতবর্ষের প্রথম সারির নেত্রী তিনি। আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা যাদের আছে তাঁদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম রয়ে গেছে।"
ব্রিগেডের জমায়েত প্রসঙ্গে তিনি বলেন, "ব্রিগেডে দেড় থেকে পৌনে দুই লাখ লোকের জমায়েত করতে পারবে কি না সন্দেহ। উত্তরবঙ্গে আমাদের আর বেশি লোক হতে পারে। শিলিগুড়িতে মোদির সভায় 25-30 হাজার লোক হতে পারে।"