পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নেই উপযুক্ত পরিকাঠামো, শ্মশান উদ্বোধন জ্যোতিপ্রিয়-কাকলির - infrastructure

পরিকাঠামো ছাড়াই উদ্বোধন হল শ্মশানের।

উদ্বোধনে জ্য়োতিপ্রিয় ও কাকলি

By

Published : Mar 3, 2019, 10:07 AM IST

হাবরা, ৩ মার্চ : নেই কোনও অফিসঘর। নেই মৃতদেহের নথি সংরক্ষণের ব্যবস্থা। তারই মধ্যে উদ্বোধন হল পদ্মাবতী মহাশ্মশান। গতকাল এই শ্মশানের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

গতকাল হাবরার ১ নম্বর ব্লকের পৃথীবা পঞ্চায়েত এলাকায় একটি সরকারি পরিষেবা বিলির কর্মসূচি ছিল। পঞ্চায়েত অফিসের কাছেই একটি মাঠে ওই কর্মসূচির জন্য মঞ্চ তৈরি করা হয়। ওই মঞ্চ থেকেই কৃষকবন্ধু প্রকল্পের আওতাভুক্ত চাষিদের চেক দেওয়া হয়। সঙ্গে উদ্বোধন করা হয় একটি পার্ক ও পদ্মাবতী মহাশ্মশানের। উদ্বোধনের পর ইনাডু বাংলার প্রতিনিধি যান ওই শ্মশানে। জানা যায় দু'বছর ধরে চলছে এই শ্মশান তৈরির কাজ। পাশাপাশি গতকাল যে ওই শ্মশানের উদ্বোধন হয়েছে, সেই সম্পর্কেও জানা নেই স্থানীয়দের। এরপরই ক্যামেরায় ধরা পড়ে অন্য দৃশ্য। ২৫ লাখ টাকা খরচ হলেও এখনও অসমাপ্ত শ্মশান নির্মাণের কাজ। নেই কোনও অফিসঘর। মৃতদেহের নথি সংরক্ষণ বা রেজিস্টারের কোনওরকম ব্যবস্থা নেই। ফলে গভীর রাতে কেউ মৃতদেহ দাহ করে চলে গেলে কর্তৃপক্ষের কিছু করার নেই। পাশাপাশি মৃতদেহ দাহ করার পর ঘাট সার্টিফিকেট কী ভাবে মিলবে সেই নিয়েও রয়েছে ধন্দ। তাই কার্যত সাংবাদিকদের প্রশ্ন এড়াতে উদ্বোধনের পর তড়িঘড়ি মঞ্চ ছাড়েন জ্যোতিপ্রিয় মল্লিক ও কাকলি ঘোষ দস্তিদার।

ওই শ্মশানে ডোমের কাজ করেন শ্যামাকান্ত ধর। তাঁকে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "এখনও কাউকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। আমি ওখানে থাকি। অফিসঘর নেই। কিন্তু কেউ না জানিয়ে মৃতদেহ নিয়ে ঢোকে না শ্মশানে।"

এবিষয়ে হাবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নেহাল আলি বলেন, "শ্মশানের উদ্বোধনের কথা মাইকে করে প্রচার করা হয়েছে। পাশাপাশি শ্মশানের পরিকাঠামো যথেষ্টই আছে। অফিস নেই ঠিকই। তবে ওখানে একটা কমিটি করা আছে আমাদের। তারাই নজরদারি করে। তাই, না জানিয়ে কেউ দেহ পুড়িয়ে চলে যেতে পারবে না।"

BJP-র বারাসত সাংগঠনিক জেলার সভাপতি প্রদীপ ব্যানার্জি বলেন, "সামনে লোকসভা নির্বাচন। শাসকদলের পায়ের তলার জমি সরে যাচ্ছে। তাই মানুষকে মনোরঞ্জন করার চেষ্টা চলছে। তারই ফল হচ্ছে এই শ্মশানের উদ্বোধন। এইসব করে মানুষকে বোকা বানানো হচ্ছে। যতই চেষ্টা করুক শাসকদল পশ্চিমবঙ্গে টিকে থাকতে পারবে না। আসন্ন লোকসভা নির্বাচনে ওদের ভরাডুবি হবেই।"

ABOUT THE AUTHOR

...view details