বনগাঁ, 24 মে : "6 মাস আগে একবার জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিল । আজ আমি বলছি জ্যোতিপ্রিয় মল্লিক বাচ্চা ছেলে ।" বনগাঁ লোকসভা কেন্দ্রে জয়ের পর জ্যোতিপ্রিয় মল্লিককে কটাক্ষ করে একথা বলেন BJP প্রার্থী শান্তনু ঠাকুর ।
জ্যোতিপ্রিয় বাচ্চা ছেলে : শান্তনু ঠাকুর - Jyotipriya Mallick
ভোটে জেতার পর জ্যোতিপ্রিয় মল্লিককে বাচ্চা ছেলের সঙ্গে তুলনা করলেন শান্তনু ঠাকুর ।
শান্তনু বলেন, "জিতে ভালো লাগছে । আমার এই জয় হরিচাঁদ ঠাকুরের পাদপদ্মে অর্পণ করলাম । শপথ নিলাম বনগাঁবাসীর জন্য আছি, তাঁদের জন্য কাজ করব । একটি বৃহত্তর জাতিকে দিনের পর দিন বঞ্চিত করা হয়েছে । উন্নয়নের মান বাড়াতে যা কিছু করার সেগুলি করব ।" তিনি আরও বলেন, "পশ্চিমবঙ্গে আজ 18টি সিট BJP পেয়েছে এতে মতুয়াদের প্রভাব আছে ।"
জেঠিমা পরাজিত হয়েছেন, কথা বলবেন? শান্তনু বলেন, "কোনও প্রশ্নই আসে না । জেঠিমা যদি জেঠিমার কাজ করে, তাহলে তার ভাইপো তার কাছে আন্তরিক টানে ছুটে যায় । তিনি মতুয়া সমাজের সঙ্গে যা করেছেন, তা শুধু ব্যক্তিস্বার্থ ও গদি সামলানোর জন্য । উনি বড়মার উদ্দেশ্য সফল করতে এখানে আসেননি । শুধু সম্পত্তি ভোগ করতে এসেছেন ।"