পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ত্রাণ বিলিতে রাজনীতি নয়, বার্তা মুখ্যমন্ত্রীর - relief distribution for Bulbul

বুধবার বসিরহাটে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর বার্তা ত্রাণ বিলির ক্ষেত্রে রাজনীতি নয় ৷

মমতা ব্যানার্জি

By

Published : Nov 13, 2019, 11:54 PM IST

বসিরহাট, 13 নভেম্বর : ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিলির ক্ষেত্রে কোনও রকম রাজনীতি নয় । দল না দেখে ত্রাণ বিলি করতে হবে । বুধবার বসিরহাটে প্রশাসনিক বৈঠকে এই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

কাকদ্বীপের পর বুধবার উত্তর ২৪ পরগনায় ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রথমে আকাশপথে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন । দুপুরে বসিরহাটে প্রশাসনিক বৈঠক করেন । কথা বলেন জেলার প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে ।

মুখ্যমন্ত্রী বলেন, "চোখে না দেখলে বাংলার মানুষ বুঝতে পারবে না কী অপূরণীয় ক্ষতি হয়েছে । ফলে ত্রাণ বিলির ক্ষেত্রে কোনও রকম রাজনীতি চলবে না । কে কোন দল করে তা না দেখে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হবে ।" বুলবুলে এই জেলায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সন্দেশখালি 1 ও 2 নম্বর ব্লক, হিঙ্গলগঞ্জ, বসিরহাট 1 ও 2 নম্বর ব্লক, হাসনাবাদ ও মিনাখাঁ ব্লক । এখনও এই সব এলাকায় জনজীবন বিপর্যস্ত । ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দ্রুত জনজীবন স্বাভাবিক করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । দরকার হলে 8 ঘণ্টার পরিবর্তে 12 ঘণ্টা কাজ করতে বলেন তিনি । পাশাপাশি বুলবুলের দাপটে মৃত রেবা বিশ্বাস, আমিনা বিবি, মইদুল গাজি, বিদেশি সরদার, সুচিত্রা মণ্ডলের পরিবারের হাতে ক্ষতিপূরণের জন্য 2 লাখ 40 হাজার টাকার চেক তুলে দেন ।

ABOUT THE AUTHOR

...view details