হাড়োয়া, 12 মে : "ঠাকুরবাড়ির ছেলে হয়ে শান্তনু ঠাকুর এত হিংসাত্মক রাজনীতি করতে পারে, তা আমি জানতাম না।" গতকাল বনগাঁ লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এই মন্তব্য করলেন তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক । তিনি আরও বলেন, "নির্বাচনের দিনও গোপালনগরের হিংলিতে শান্তনুর গাড়ি থেকে পাঁচটি বোমা মারা হয়েছিল। আজ ওর বাড়ির সামনে থেকে বোমা উদ্ধারের ঘটনাও অস্বাভাবিক কিছু নয়।"
শান্তনু দেড় লাখ ব্যবধানে হারছে : জ্যোতিপ্রিয় মল্লিক
"আগামী 23 তারিখের পর শান্তনুকে পাততাড়ি গুটিয়ে চলে যেতে হবে । শান্তনু দেড় লাখ (ভোটের) ব্যবধানে হারছে । এটা আমি চ্যালেঞ্জ করে বললাম ।" গতকাল বনগাঁ লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস নেতা জ্যোতিপ্রিয় মল্লিক ।
জ্যোতিপ্রিয় মল্লিক
জ্যোতিপ্রিয় বলেন, "শান্তনু আমার নামে যা খুশি বলুক । কুকুর যদি আমাকে কামড়ায় তাহলে আমি কি কুকুরকে কামড়াতে পারি ? চিন্তা করবেন না । আগামী 23 তারিখের পর শান্তনুকে পাততাড়ি গুটিয়ে চলে যেতে হবে । শান্তনু দেড় লাখ ব্যবধানে হারছে । এটা আমি চ্যালেঞ্জ করে বললাম ।"
Last Updated : May 12, 2019, 2:54 PM IST