পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শুভ্রাংশু BJP-তে স্বাগত : রাহুল - son of mukul roy

"বাবা যে পার্টি করবে সেই পার্টিই ছেলেকে করতে হবে সেটা গণতন্ত্রে কোথাও লেখা নেই। আর শুভ্রাংশুকে কোনও প্রস্তাব পাঠানোও হয়নি। তবে ও যদি BJP-তে আসতে চায় তাহলে স্বাগত।" ব্যারাকপুরে এক সভা শেষে গতকাল একথা বলেন BJP নেতা রাহুল সিনহা।

রাহুল সিনহা

By

Published : Mar 17, 2019, 8:37 AM IST

ব্যারাকপুর, ১৭ মার্চ : "তৃণমূলের মোহ কাটিয়ে শুভ্রাংশু BJP-তে যোগদান করবে বলে আমি আশাবাদী।" ব্যারাকপুরে এক সভা শেষে গতকাল একথা বলেন BJP নেতা রাহুল সিনহা। গত কয়েকদিন ধরে বেশ কয়েকজন তৃণমূল নেতা-কর্মীরা মুকুল রায়ের হাত ধরে BJP-তে যোগ দিয়েছেন। সেই সূত্রেই মুকুলপুত্র তথা বীজপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শুভ্রাংশুর BJP-তে যোগদান নিয়ে গতকাল রাহুল সিনহাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "বাবা যে পার্টি করবে সেই পার্টিই ছেলেকে করতে হবে সেটা গণতন্ত্রে কোথাও লেখা নেই। আর শুভ্রাংশুকে কোনও প্রস্তাব পাঠানোও হয়নি। তবে ও যদি BJP-তে আসতে চায় তাহলে স্বাগত।"

বৃহস্পতিবার (১৪ মার্চ) BJP-তে যোগ দেন ভাটপাড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক অর্জুন সিং। সে প্রসঙ্গে রাহুলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "অর্জুন সিং-এর সাথে সাধারণ মানুষ আছে, ও এলাকার অত্যন্ত জনপ্রিয় নেতা। তার সাথে আরও জনপ্রতিনিধি আছে। স্বাভাবিকভাবেই এরকম একজন নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাকিস্তানপন্থী মতামতের বিষয়টিকে মানতে না পেরে তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান করেছে। স্বাভাবিকভাবেই তার BJP-তে আসা আমাদের্ জন আন্দোলনকে আরও শক্তিশালী করবে।"

বক্তব্যের শুরু থেকেই তৃণমূলকে আক্রমণ করেন রাহুল। বলেন, "রাজ্যের সম্পূর্ণ দায়িত্বগ্রহণ করতে নির্বাচন কমিশনের বাকি আর মাত্র সাত দিন। তারপর তৃণমূলের মস্তান এবং বাইকবাহিনীদের দৌরাত্ম্য সব বন্ধ হয়ে যাবে। যারা মস্তান আছে তারা হয় ভোটের দিন ভোট দিয়ে গিয়ে বাড়িতে থাকবে আর না হলে জেলে থাকবে। আসলে তৃণমূল দলটা মস্তানদের। CID এবং পুলিশ দিয়ে বাঁচিয়ে রেখেছে। কিন্তু ভোটের জন্য তৃণমূল কর্মীরাই দলের প্রচার করবে। তারাই তৃণমূলের হয়ে কাজ করবে।"

ABOUT THE AUTHOR

...view details