সন্দেশখালি, 10 জুন : সন্দেশখালির ঘটনা তদন্তে নামল IB(ইনটেলিজেনস বিওরো) । আজ IB-র পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সন্দেশখালির ভাঙিপাড়া ও রাজবাড়ি গ্রাম পরিদর্শন করে । নিহতদের পরিবারের সঙ্গে কথাও বলে ।
এই সংক্রান্ত আরও খবর : থমথমে সন্দেশখালি : রাস্তায় সতেজ কার্তুজের খোল
শনিবার সন্দেশখালির হাটগাছি এলাকায় পতাকা লাগানো নিয়ে BJP-তৃণমূল সংঘর্ষ হয় । খুন হন তৃণমূল নেতা কায়ুম মোল্লা । মৃত্যু হয় সুকান্ত মণ্ডল ও প্রদীপ মণ্ডল নামে দুই BJP কর্মীরও । এখনও নিখোঁজ 3 BJP কর্মী । ঘটনার রাতেই BJP নেতা মুকুল রায় বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রকে জানান । এরপর আজ সন্দেশখালিতে আসেন IB-র আধিকারিকরা ।
এই সংক্রান্ত আরও খবর : একরাতেই সন্দেশখালিতে শ্মশানের নিস্তব্ধতা !
নিহত প্রদীপ মণ্ডলের দাদা সুকুমার মণ্ডল বলেন, "IB-র আধিকারিকরা এসেছিলেন । আমাদের সঙ্গে কথা বলেছেন । সবটা জানিয়েছি ।"