বারাসত, 13 সেপ্টেম্বর : বৈশাখি প্রসঙ্গে নিজের বক্তব্যেই অনড় BJP নেতা জয় বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "এই মন্তব্যের জন্য আমি এতটুকুও অনুতপ্ত নই ৷" আজ দুপুরে বারাসত বিশেষ আদালতে পুরোনো একটি রাজনৈতিক মামলায় হাজিরা দিতে আসেন জয় ৷ সেখানে বৈশাখি প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হলে জয় বলেন, "বিতর্ক হয়েছে ঠিকই ! কিন্তু, সিনেমা করে যতটা আমি প্রশংসা পেয়েছি, তাঁর থেকে এই কথা বলার জন্য বাংলার মানুষ আমাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে ৷ আমি যেটা বলেছি, সেটা বাংলার সাধারণ মানুষের মনের কথা ৷ একথা বলার জন্য মোটেই অনুতপ্ত নই ৷ "
BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এই ধরনের মন্তব্য থেকে দলের নেতাদের বিরত থাকতে বলেছেন ৷ এই প্রশ্নের উত্তরে জয় বলেন, "আমি এরকম কিছু শুনিনি ৷ যদি উনি বলে থাকেন, সেটা আমি জানি না ৷ তবে, প্রত্যেক মানুষেরই ব্যক্তি স্বাধীনতা আছে ৷ আমি যেটা বলেছি সেটা আমার ব্যক্তিগত মতামত ৷ আমি দলের সৈনিক ৷ আমি যদি পার্টি লাইনের বাইরে বলে থাকি, তাহলে আগামীদিনে তা বলব না ৷" তিনি আরও বলেন, "আমার স্ত্রী কলকাতা পৌরসভার 109 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ৷ আমি 2014 সালে BJP-তে যোগ দিই ৷ রাজনৈতিক মতপার্থক্য থাকায় আমরা আলাদা থাকারও সিদ্ধান্ত নিয়েছি । তৃণমূল ওঁকে আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় প্রচার করিয়েছে ৷" এরপর দেবশ্রীর বিধানসভায় গিয়ে স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে যোগদান নিয়ে সাংসদ বলেন, "ওটা ওর নিজস্ব ব্যাপার ৷ যেহেতু ও BJP অফিসে গিয়ে আমাদের দলে যোগ দেবে বলে স্থির করেছিল, তাই আমি বলেছিলাম ওকে দলে নিলে ভালো হত ৷"