পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পরকীয়া নিয়ে সিনেমা ফ্লপই হয় : জয় - sovan chatterjee

জয়ের মতে, বিতর্ক হয়েছে ঠিকই! কিন্তু,সিনেমা করে যতটা আমি প্রশংসা পেয়েছি,তাঁর থেকে এই কথা বলার জন্য বাংলার মানুষ আমাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে ৷ আমি যেটা বলেছি, সেটা বাংলার সাধারণ মানুষের মনের কথা ৷ একথা বলার জন্য মোটেই অনুতপ্ত নই ৷

পরকীয়া নিয়ে সিনেমা ফ্লপই হয় : জয়

By

Published : Sep 13, 2019, 7:53 PM IST

Updated : Sep 13, 2019, 8:15 PM IST

বারাসত, 13 সেপ্টেম্বর : বৈশাখি প্রসঙ্গে নিজের বক্তব্যেই অনড় BJP নেতা জয় বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "এই মন্তব্যের জন্য আমি এতটুকুও অনুতপ্ত নই ৷" আজ দুপুরে বারাসত বিশেষ আদালতে পুরোনো একটি রাজনৈতিক মামলায় হাজিরা দিতে আসেন জয় ৷ সেখানে বৈশাখি প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হলে জয় বলেন, "বিতর্ক হয়েছে ঠিকই ! কিন্তু, সিনেমা করে যতটা আমি প্রশংসা পেয়েছি, তাঁর থেকে এই কথা বলার জন্য বাংলার মানুষ আমাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে ৷ আমি যেটা বলেছি, সেটা বাংলার সাধারণ মানুষের মনের কথা ৷ একথা বলার জন্য মোটেই অনুতপ্ত নই ৷ "

BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এই ধরনের মন্তব্য থেকে দলের নেতাদের বিরত থাকতে বলেছেন ৷ এই প্রশ্নের উত্তরে জয় বলেন, "আমি এরকম কিছু শুনিনি ৷ যদি উনি বলে থাকেন, সেটা আমি জানি না ৷ তবে, প্রত্যেক মানুষেরই ব‍্যক্তি স্বাধীনতা আছে ৷ আমি যেটা বলেছি সেটা আমার ব‍্যক্তিগত মতামত ৷ আমি দলের সৈনিক ৷ আমি যদি পার্টি লাইনের বাইরে বলে থাকি, তাহলে আগামীদিনে তা বলব না ৷" তিনি আরও বলেন, "আমার স্ত্রী কলকাতা পৌরসভার 109 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ৷ আমি 2014 সালে BJP-তে যোগ দিই ৷ রাজনৈতিক মতপার্থক্য থাকায় আমরা আলাদা থাকারও সিদ্ধান্ত নিয়েছি । তৃণমূল ওঁকে আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় প্রচার করিয়েছে ৷" এরপর দেবশ্রীর বিধানসভায় গিয়ে স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে যোগদান নিয়ে সাংসদ বলেন, "ওটা ওর নিজস্ব ব‍্যাপার ৷ যেহেতু ও BJP অফিসে গিয়ে আমাদের দলে যোগ দেবে বলে স্থির করেছিল, তাই আমি বলেছিলাম ওকে দলে নিলে ভালো হত ৷"

দেখুন ভিডিয়ো . . .

দেবশ্রী রায়ের প্রশংসা করে তিনি বলেন, "বাংলার একজন অগ্রগণ্য নায়িকা ৷ দু'বারের বিধায়ক ৷ ওর রাজনৈতিক জ্ঞান যথেষ্ট আছে ৷ ওঁর বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ‌ নেই ৷ আমি অনেকদিন অভিনয় করেছি । তাই, যেটা বলেছি, অভিনেতার দৃষ্টিকোণ থেকে বলেছি ৷ আমরা যখন সিনেমা করেছি তখন দেখেছি প্রেমের ছবি হলে, সুপারহিট হয় ৷ আবার প্রথার বাইরে গিয়ে যখন পরকীয়া নিয়ে কোনও সিনেমা হয়েছে, তখন সেই সিনেমা ফ্লপ হয়েছে ৷ বাংলা খুব সেনসেটিভ জায়গা ৷ সেই দৃষ্টিকোণ থেকেই আমি ওই কথা বলেছি ৷"

সম্প্রতি, পূর্ব বর্ধমানের শক্তিগড়ে দলীয় এক সভায় বক্তব্য রাখতে গিয়ে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে BJP নেতা জয় বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "বাংলা পরকীয়ার জায়গা নয় ৷ বৈশাখি গেলে যাক, দেবশ্রীকে চাই ৷" এরপরেই বিতর্ক তৈরি হয় রাজ‍্য রাজনীতিতে ৷ জয়ের মন্তব্যকে ব‍্যক্তিগত বলে দায় এড়ানোর চেষ্টা করেন BJP-র রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষ ৷ বিতর্ক মেটার আগেই ফের একবার আগুনে ঘি ঢাললেন জয় ।

Last Updated : Sep 13, 2019, 8:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details