হিঙ্গলগঞ্জ, 24 মার্চ : আমি আপনাদের কাছে ভোট চাইছি না। আমি চাই আপনারা আমার পাশে থাকুন। আজ সুন্দরবনের হিঙ্গলগঞ্জে নির্বাচনী প্রচারে এসে একথা বললেন বসিরহাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরত জাহান। নুসরতের সঙ্গে সভায় উপস্থিত ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, তাপস রায়সহ হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল ও অন্য নেতা-কর্মীরা।
ভোট নয়, চাই আপনারা পাশে থাকুন : নুসরত
আমি আপনাদের কাছে ভোট চাইছি না। আমি চাই আপনারা আমার পাশে থাকুন। আজ নির্বাচনী প্রচারে এসে একথা বললেন বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহান।
আজ সুন্দরবনের হিঙ্গলগঞ্জ বাঁকড়া ফুটবল মাঠে সভা করেন বসিরহাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরত জাহান। সভায় দর্শকের উদ্দেশে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি ফিল্মস্টার হলেও দিদি আমায় বিশ্বাস করে বসিরহাটের মানুষের পাশে থাকার জন্য পাঠিয়েছেন। দিদির বিশ্বাস আমি মানুষের পাশে থেকে মানুষের হয়ে কাজ করতে পারব। এই বিশ্বাসটা আপনাদেরও আমার ওপর রাখতে হবে। আমি শুধু আপনাদের কাছে আশীর্বাদ চাই। ভুল ঠিক নির্ণয় আপনাদের কাছে। আমি শুধু বলব আপনাদের এক সাড়ায় আমি আপনাদের কাছে পৌঁছে যাব।"
আজ সুন্দরবনের সভা শেষে নুসরত বসিরহাট ও বাদুড়িয়াতেও প্রচার করেন।