বনগাঁ, 9 মে: ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যবসার গতি আনতে, মঙ্গলবার নতুন একটি কার্গো গেটের ভূমি পুজো করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে পেট্রাপোল থানার নতুন ভবনের উদ্বোধন করেন তিনি। মৈত্রী গেট নামে এই দ্বিতীয় কার্গো গেট চালু হলে ভারত এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যের গতি বাড়বে এবং বাণিজ্যের ক্ষেত্রে এখন যে ধরনের সমস্যা হয়, সেই সমস্যার সমাধান হবে বলে মনে করেন কেন্দ্রীয় মন্ত্রী ৷
রবীন্দ্রজয়ন্তীর দিনে বাংলায় একাধিক কর্মসূচি নিয়ে উপস্থিত হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটির আয়োজিত এই অনুষ্ঠানে দুপুর 12টায় অংশগ্রহণ করার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। কিন্তু দুপুর 12টা 20 মিনিটে পেট্রাপোলের কালিয়ানী বিওপি-র হেলিপ্যাডে শাহের কপ্টার অবতরণ করে। পরবর্তীতে সড়কপথে তিনি চলে যান পেট্রাপোল নতুন ভবনে। সেখানে নতুন ভবনের উদ্বোধন করেন তিনি। পরবর্তীতে পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটির গ্রাউন্ডে মৈত্রী গেটের ভূমি পুজোও করেন অমিত শাহ।
বক্তব্য রাখতে গিয়ে শাহ বলেন, "পেট্রাপোল বন্দর দিয়ে প্রতিদিন প্রায় 600 থেকে 700 গাড়ি যাওয়া আসা করে। এখানে সব সময় ভিড় লেগে থাকে। দ্বিতীয় কার্গো গেট তৈরি হলে সেই সমস্যা দূর হবে এবং ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্য আরও বাড়বে।" তিনি আরও বলেন, "ল্যান্ড পোর্ট অথরিটির উন্নয়ন দেশের আর্থিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। একই সঙ্গে পড়শী দেশের সঙ্গে সু-সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। ল্যান্ড পোর্ট অথরিটি দেশের রাজদূতের ভূমিকা পালন করে ৷" এরপরেই সীমান্তের ল্যান্ড পোর্ট অথরিটি ও বিএসএফ-এর কাজের প্রশংসা করে অভিনন্দন জানান অমিত শাহ।
আরও পড়ুন : কবিগুরুর অনুপ্রেরণায় নয়া শিক্ষানীতি এনেছে মোদি সরকার, দাবি অমিত শাহের
এদিন, বন্দরের উন্নয়ন এবং নতুন থানার ভবন-সহ একাধিক কাজের জন্য রাজ্য সররকার যে যে সুবিধা দিয়েছে তার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। উল্লেখ্য, শাহের অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও শান্তনু ঠাকুর। সীমান্তে সুরক্ষা বাড়ানো এবং বিএসএফের এরিয়া বাড়ানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে দু'হাত জোর করে ধন্যবাদ জানান শুভেন্দু অধিকারী।