পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Students Hair Cut: চুল কেটে ছাত্রদের শৃঙ্খলার পাঠ দিলেন প্রধান শিক্ষিকা - আড়িয়াদহ কালাচাঁদ উচ্চ বিদ্যালয়

ছাত্রদের চুল কাটা নিয়ে বিতর্কে আড়িয়াদহ কালাচাঁদ হাইস্কুল(Students Hair Cut)৷ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ, ক্লাসে শিস দেওয়ার অপরাধে তিনি 7 ছাত্রের চুল কেটে দিয়েছেন ৷

north 24 pargana
আড়িয়াদহ কালাচাঁদ উচ্চ বিদ্যালয়

By

Published : Jul 29, 2022, 9:42 PM IST

আড়িয়াদহ, 29 জুলাই: স্টাইল করে চুল কেটে স্কুলে এসেছিল 7 জন ছাত্র ৷ যা স্কুলের শৃঙ্খলা নষ্ট করছিল বলে মনে করেন প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী মজুমদার ৷ তারপরেই বড় কাঁচি নিয়ে এসে ওই ছাত্রদের চুল কেটে ছোট করে দেন তিনি (head mistress punished students by cutting hair)৷ এমনটাই জানাচ্ছেন অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা ৷ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার দক্ষিণেশ্বরের আড়িয়াদহ কালাচাঁদ হাইস্কুলে ৷ যদিও এই ঘটনায় অন্যায় কিছু দেখছেন না স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ৷

তবে ছাত্ররা অবশ্য অন্য কথা বলছে ৷ একজনের অভিযোগ, নবম শ্রেণির ভৌত বিজ্ঞানের ক্লাস চলাকালীন শিস দেয় কেউ ৷ কিন্তু কে দিয়েছে, তা জানতে চাইলে সবাই বলে আমি দিইনি ৷ এরপর সন্দেহবশত 7 জন ছাত্রকে প্রধান শিক্ষিকার ঘরে নিয়ে যান ক্লাসের ভৌত বিজ্ঞানের শিক্ষিকা ৷ সেখানে প্রধান শিক্ষিকা জানতে চাইলে জনৈক ছাত্র বলে টিসি দেওয়ার হলে দিন, তবুও বলব আমি করিনি ৷ এরপরই ওই ছাত্রের সঙ্গে অন্যদেরও ডেকে নিয়ে গিয়ে চুল কেটে দেন প্রধান শিক্ষিকা ৷

আরও পড়ুন :প্রাইভেটে পড়ালেই পেতে হবে শাস্তি ! সরকারি শিক্ষকদের কড়া বার্তা প্রশাসনের

এই ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছে ওই 7 ছাত্র ৷ তাদের অভিভাবকরাও চিন্তিত এই নিয়ে ৷ তাঁদের দাবি, কান ধরে রোদে দাঁড় করিয়ে রাখতে পারত, দু'ঘা মারতে পারত কিন্তু প্রধান শিক্ষিকার এভাবে চুল কেটে দেওয়ার কাজ মোটেই সমর্থনযোগ্য নয় ৷ এটা কোনও শাস্তি হতে পারে না ৷ আমার ছেলে বাইরে বেরোতে চাইছে না পাছে লোকে কিছু বলে সেই ভয়ে ৷ স্কুলে যেতে ভয় পাচ্ছে ৷ ওর কিছু হয়ে গেলে কি প্রধান শিক্ষিকা তার দায় নেবেন ?

যদিও এই বিষয়ে প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী মজুমদার সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি ৷ তবে স্কুলের সহ শিক্ষক-শিক্ষিকারা বলছেন, শিস দেওয়ার জন্য চুল কাটা হয়নি ৷ ছাত্ররা আগে থেকেই ফিল্মি কায়দায় চুল কেটে এসেছিল ৷ যা স্কুলে আসার পক্ষে মোটেও ঠিক ছিল না ৷ তাই কীভাবে চুল কেটে স্কুলে আসা উচিত তা দেখাতেই ওদের চুল ঠিকভাবে কেটে দিয়েছেন প্রধান শিক্ষিকা ৷ এতে তো কোনও দোষ নেই ৷

ছাত্রদের চুল কাটা নিয়ে শিক্ষক-শিক্ষিকা,ছাত্র ও অভিভাবকের প্রতিক্রিয়া

আরও পড়ুন :ফুচকা খেতে গিয়ে দুষ্টুমি, ‘শিক্ষা’ দিতে খুদেকে উল্টো করে ঝুলিয়ে দিলেন শিক্ষক

কিন্তু স্কুলের পরিচালন কমিটির সদস্য অসীম দত্ত জানান, আদালতের নির্দেশ অনুযায়ী ছাত্রদের ওপর কোনও অত্যাচার করা যায় না । যে কোনও উদ্দেশ্যেই ছাত্রদের চুল কাটার ঘটনা যথেষ্টই নিন্দনীয় । এই ঘটনার বিরুদ্ধে অভিভাবকরা বেলঘরিয়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ।

আরও পড়ুন :নেই শিক্ষক, মিড-ডে মিল খেয়ে বাড়ি চলে যায় 72 জন ছাত্রী ! বেহাল দশা কান্দির স্কুলের

ABOUT THE AUTHOR

...view details