কলকাতা, 14 জানুয়ারি: একজনের মেডিক্যাল রিপোর্ট গেল অন্যজনের কাছে । পদবি আলাদা হলেও নাম এক হয়ে যাওয়াই এই বিপত্তি ঘটে বলে অভিযোগ ৷ এই নিয়ে অভিযোগ আসে রাজ্যের স্বাস্থ্য কমিশনের কাছে৷ শুনানি শেষে এই ভুলের জন্য উত্তর 24 পরগনার (North 24 Parganas) হাবড়ার ওই ডায়াগনস্টিক সেন্টারের তরফে জরিমানা দেওয়ার কথা বলা হয় ৷ তারা জানিয়েছে যে জরিমানা বাবদ সংশ্লিষ্ট সংস্থাকে 5 হাজার টাকা দান করবে বারাসত রামকৃষ্ণ মিশনে ৷ পরে কমিশনে সেই রশিদ জমা দেবে ৷
ঠিক কী ঘটেছিল: বীরেন্দ্রনাথ দাস নামে এক ব্যক্তি হাবড়ার একটি ডায়াগনস্টিক সেন্টার (Diagnostic Centre) থেকে তাঁর বাবার মাথার সিটি স্ক্যান পরীক্ষা করান । তাঁর বাবার নাম শান্তিরঞ্জন দাস । যেদিন রিপোর্ট দেওয়ার কথা, সেদিন ল্যাব থেকে তিনি রিপোর্ট নেন৷ সেখানেই গোলমাল ঘটে ৷ তাঁকে শান্তিরঞ্জন ঘোষের রিপোর্ট দিয়ে দেওয়া হয় ৷ ওই ব্যক্তিও মাথার সিটি স্ক্যান পরীক্ষা করিয়েছিলেন ৷
কিন্তু তিনি খেয়াল করে দেখেননি যে রিপোর্টটা আসলে ওই নামেরই অন্য একজনের । তারপর সেই রিপোর্ট নিয়ে উনি চিকিৎসকের কাছে যান । চিকিৎসক সেই রিপোর্ট দেখে ওষুধও দেন । তিনিও দেখেননি যে রোগীর নাম বদলে গিয়েছে । পরে ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকেই এই ভুল প্রথম নজরে আসে ।