পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মনোনয়ন জমা দিলেন অনুপম, রোড শো মাতালেন গ্রেট খালি - khali

গ্রেট খালিকে সঙ্গে নিয়ে আলিপুর DM অফিসে মনোনয়ন জমা দিলেন যাদবপুরের BJP প্রার্থী অনুপম হাজরা ।

পদযাত্রায় অনুপম সঙ্গে খালি

By

Published : Apr 26, 2019, 2:50 PM IST

Updated : Apr 26, 2019, 3:10 PM IST

কলকাতা, 26 এপ্রিল : গ্রেট খালিকে সঙ্গে নিয়ে আলিপুর DM অফিসে মনোনয়ন জমা দিলেন যাদবপুরের BJP প্রার্থী অনুপম হাজরা । আজ রানিকুঠি মোড় থেকে আলিপুর DM অফিস পর্যন্ত একটি পদযাত্রা বের হয়। তবে, হুড খোলা গাড়িতেই ছিলেন অনুপম ও খালি । খালিকে দেখতে ভিড় ছিল দেখার মতো ।

সম্প্রতি ফেসবুকে খালির সঙ্গে ছবি পোস্ট করেছিলেন অনুপম । সেখানে তিনি খালিকে "বন্ধু" বলে অভিহিত করেছিলেন । BJP সূত্রে খবর ছিল, অনুপমের প্রচারেও আসতে পারেন খালি । শেষপর্যন্ত ঠিক হয় আজ মনোনয়ন জমা দেওয়ার দিন অনুপমের সঙ্গে থাকবেন তিনি । সেই মতো কাল রাতেই তিনি কলকাতায় চলে আসেন । আজ তিনি হুডখোলা গাড়িতে অনুপমের পাশেই ছিলেন ।

পদযাত্রায় অনুপমের সাথে খালি, দেখুন ভিডিয়ো ...

প্রসঙ্গত, বোলপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ অনুপম হাজরা কিছুদিন আগে BJP-তে যোগ দেন । তাঁকে যাদবপুর কেন্দ্র থেকে দাঁড় করানো হয় । এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেছেন মিমি চক্রবর্তী । বামফ্রন্ট প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য ।

Last Updated : Apr 26, 2019, 3:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details