বনগাঁ, ১৪ মার্চ : এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠল নৃপেন রায় নামে এক যুবকের বিরুদ্ধে। ধৃত ওই যুবকের বাড়ি বনগাঁর ট্যাংরা কলোনিতে। গতকাল ওই যুবককে গঙ্গাসাগর থেকে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। আজ সকালে ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।
বনগাঁয় কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ - kidnapped
এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠল নৃপেন রায় নামে এক যুবকের বিরুদ্ধে। ধৃত ওই যুবকের বাড়ি বনগাঁর ট্যাংরা কলোনিতে। গতকাল ওই যুবককে গঙ্গাসাগর থেকে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। আজ সকালে ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।
অভিযোগ, দিন দশেক আগে এলাকারই এক প্রতিবেশী কিশোরীকে ফুঁসলিয়ে গঙ্গাসাগর নিয়ে যায় ওই যুবক। কিশোরীর পরিবারের লোকজন জানতে পেরে বনগাঁ থানায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। অপহরণ করে ধর্ষণের অভিযোগ পেয়ে তদন্তে নামে বনগাঁ থানার পুলিশ।
গোপন সূত্রে পুলিশ জানতে পারে গঙ্গাসাগরে এক আত্মীয়ের বাড়িতে ওই কিশোরীকে নিয়ে গা-ঢাকা দিয়ে রয়েছে অভিযুক্ত। গতকাল সেখানে হানা দিয়ে ওই যুবককে আটক করে পুলিশ। কিশোরীকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তবে ধৃতের পরিবারের দাবি, আগে থেকেই ওই কিশোরীর সঙ্গে তার সম্পর্ক ছিল। যদিও কিশোরীর পরিবারের বক্তব্য, তাদের মেয়ের বয়স মাত্র ১৬ বছর। নিজের ভালো-মন্দ বোঝার বয়স হয়নি তার। তাকে ফুঁসলিয়ে ওই যুবক নিজের সঙ্গে গঙ্গাসাগর নিয়ে গিয়েছিল।