গাইঘাটা, 23 জুন: অনাস্থা ভোটের আগেই প্রধানের পদ থেকে ইস্তফা দিতে চেয়ে ইস্তফা পত্র জমা দিলেন শিমুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কনা গুহ।
বুধবার দুপুরে উত্তর 24 পরগণার গাইঘাটা ব্লক অফিসে পদত্যাগপত্র জমা দেন তিনি । কনাদেবী বলেন "শারীরিক অসুস্থতার কারণে আমি পদত্যাগ করলাম । আমি তৃণমূলে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব ।"
যখন কনা গুহ প্রধান নির্বাচিত হন তখন শিমুলপুর পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা ছিল 20 । যার মধ্যে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল 13 টি ও বিজেপি 7 টি আসন পেয়েছিল । পরবর্তী কালে একজন তৃণমূল সদস্য পদত্যাগ করায় তৃণমূলের সদস্য সংখ্যা দাড়ায় 12 । বিধানসভা ভোটে গাইঘাটা কেন্দ্রে প্রার্থী পছন্দ না হওয়ায় দলের বিরুদ্ধে একাধিক ক্ষোভ প্রকাশ করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন কনাদেবীর স্বামী তথা গাইঘাটা পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য ধ্যানেশ নারায়ণ গুহ। এরপর কনা দেবীর বিরুদ্ধে অনাস্থা আনেন শিমুলপুর পঞ্চায়েতের 11 জন তৃণমূল সদস্য । যদিও ভোটের কারণে সেই সময় অনাস্থা খারিজ হয়ে যায় । পরবর্তীতে বিধানসভা নির্বাচনের পর তাঁর বিরুদ্ধে ফের অনাস্থা আনেন তৃণমূলের সদস্যরা ।
আগামী 25 জুন অনাস্থা ভোট হওয়ার কথা ছিল । কিন্তু তাঁর আগেই এদিন প্রধানের পদ থেকে ইস্তফা দিতে চেয়ে পদত্যাগপত্র জমা দিলেন কনাদেবী । রাজনৈতিক মহলের মতে, অনাস্থা ভোটে হার নিশ্চিত বুঝেই পদত্যাগ করতে চাইছেন কনাদেবী । যদিও সেই অভিযোগ কার্যত উড়িয়ে দিয়ে শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবেই দেখাচ্ছেন কনা গুহ ৷