বারাসত, 10 নভেম্বর :কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পরও করোনায় আক্রান্ত হলেন এক চিকিৎসক৷ তাঁর নাম বিবর্তন সাহা। তারই সঙ্গেই কোভিডে আক্রান্ত হয়েছেন পরিবারের আরও পাঁচ সদস্য। যাঁদের মধ্যে রয়েছেন, চিকিৎসকের স্ত্রী মৌসুমী রায়চৌধুরী, ছেলে সারদ্বত, মেয়ে সোহাদৃতা, বাবা বিমানবিহারী সাহা এবং মা তন্দ্রা সাহা। মৌসুমী রায়চৌধুরী নিজেও চিকিৎসক ৷
এদের মধ্যে মৌসুমী রায়চৌধুরী, বিমানবিহারী সাহা ও তন্দ্রা সাহার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। বাকিরা বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন বলে জানা গিয়েছে। তবে, তাঁদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল ৷ কোভিড সম্পূর্ণ টিকাকরণের পরেও বিবর্তনবাবু ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের ফের করোনা আক্রান্ত হওয়ার খবরে রীতিমত আলোড়ন পড়ে গিয়েছে। তবে, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেই যে কোভিড থেকে মুক্তি মিলবে, এমন ভাবার কোনও কারণ নেই বলে আগেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে এরপর সংক্রমণ হলেও তা মারাত্মক হবে না বলেই দাবি করেছেন বহু চিকিৎসক ৷ কিন্তু এক্ষেত্রে করোনার ভ্যাকসিনের 2টি করে ডোজ নেওয়ার পরেও বিবর্তন সাহা ও তাঁর স্ত্রী, বাবা, মা যেভাবে একসঙ্গে করোনায় আক্রান্ত হলেন ও তাঁদের হাসপাতালে ভর্তি হতে হল সেই বিষয়টি চিকিৎসকদের ভাবাচ্ছে ৷