পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চাকরি দেওয়ার নামে প্রতারণা, নিউটাউনে গ্রেপ্তার ৪

চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করে চার ব্যক্তি। তাদের গ্রেপ্তার করে পুলিশ।

ধৃত প্রতারক

By

Published : Mar 16, 2019, 6:57 AM IST

বিধাননগর ১৬ মার্চ : চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠল চার ব্যক্তির বিরুদ্ধে। তাদের গ্রেপ্তার করে নিউটাউন থানার পুলিশ। ধৃতদের নাম গোপাল প্রামাণিক (হাওড়া), অভিজিৎ ছেত্রি (হুগলি), সন্তোষ শর্মা (হাওড়া), তন্ময় মাহাত (রিজেন্ট পার্ক)। ধৃতদের কাছ থেকে বিভিন্ন ইউনিভার্সিটির কয়েকটি সার্টিফিকেট, ভুয়ো নিয়োগপত্র, বিভিন্ন দপ্তরের রাবার স্ট্যাম্প ও ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃতরা বিভিন্ন সরকারি দপ্তরের ওয়েবসাইট থেকে প্রার্থীদের নাম, রোল নম্বর ও কোড জেনে নিত। সেই তথ্যের ভিত্তিতে ভুয়ো নিয়োগ পত্র তৈরি করত। এরপর বিভিন্ন জেলায় এজেন্ট মারফত প্রার্থীদের সাথে যোগাযোগ করে চাকরির প্রস্তাব পাঠাত। তার বিনিময়ে দাবি করত টাকার।

ধৃতদের গতকাল নিউটাউন থানা এলাকার একটি গেস্টহাউজ় থেকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে প্রচুর চাকরিপ্রার্থীর ছবি নাম ও ভুয়ো নিয়োগপত্র পাওয়া গেছে। পুলিশের অনুমান, ধৃতরা বহু লোকের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়েছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে, কীভাবে এরা গোটা নেটওয়ার্ক বিস্তার করেছে। কতজন তাদের প্রতারণার শিকার হয়েছে তাও জানার চেষ্টা হচ্ছে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details