পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কমিউনিটি কিচেনের মাধ্যমে লকডাউন ও আমফান বিধ্বস্ত মানুষদের খাবার দিল ফব - ফরওয়ার্ড ব্লক

বারাসতের টাকি রোডের সিঞ্চনে কমিউনিটি কিচেনের মাধ্যমে লকডাউন ও আমফানে বিধ্বস্ত অসহায় প্রায় তিন হাজার মানুষের হাতে খাবার তুলে দিল ফরওয়ার্ড ব্লক।

বিধ্বস্ত মানুষদের সাহায্যে ফরওয়ার্ড ব্লক
লকডাউন, আমফান বিধ্বস্ত মানুষদের খাবার বিতরণ ফরওয়ার্ড ব্লকের

By

Published : Jun 3, 2020, 5:28 PM IST

বারাসত, 3 জুন : কোরোনা মোকাবিলায় দীর্ঘ লকডাউনের জেরে কর্মহীন ও আমফানে বিপর্যস্ত মানুষের সাহায্যের জন্য এগিয়ে এল বারাসতের ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। বুধবার বারাসতের টাকি রোডের সিঞ্চনে কর্মহীন প্রায় তিন হাজার মানুষের হাতে তুলে দেওয়া হল সকালের জলখাবার। মূলত,রিক্সা,টোটো ও ভ্যান ওয়ালাদের জন্য কমিউনিটি কিচেনের মাধ্যমে এই জলখাবারের আয়োজন করে ফরওয়ার্ড ব্লক। যা পেয়ে আপ্লুত অসহায় সেই সমস্ত মানুষ। উদ্যোক্তাদের এমন মহানুভবতার প্রশংসাও করেছেন তাঁরা।

আজ সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় জলখাবার। এবিষয়ে জেলা ফরওয়ার্ড ব্লকের সম্পাদক ও বারাসত পৌরসভার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব চট্টোপাধ্যায় বলেন,"সিঞ্চন মার্কেটে ফরওয়ার্ড ব্লকের তরফে কমিউনিটি কিচেন করা হয়েছে।সেই কিচেন থেকে ২৪ মার্চ থেকে দুর্গত ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হচ্ছে। এই প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলবে।"

পাশাপাশি বারাসতের জনবহুল চাঁপাডালি কোয়ারেন্টিন সেন্টার করা নিয়ে প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন,"বারাসত কেন্দ্রীয় বাস টার্মিনাসে একদিকে বেসরকারি বাস চলাচল শুরু করা হচ্ছে,অন্যদিকে বাস টার্মিনাসের বহুতলে কোয়ারেন্টিন সেন্টার করছে প্রশাসন।এটা দ্বিচারিতা ছাড়া আর কিছুই নয়।মানুষকে বিপদে ফেলার চেষ্টা চলছে।" পরিযায়ী শ্রমিকদের দুরবস্থার জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারকেই কাঠগড়ায় তুলেছেন ফরওয়ার্ড ব্লকের এই নেতা।

ABOUT THE AUTHOR

...view details