পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মঙ্গলবার বনগাঁ পৌরসভায় আস্থা ভোট

হাইকোর্টের নির্দেশ মতো বনগাঁ পৌরসভায় আস্থা ভোটের জন্য গতকাল বৈঠক হয় । ঠিক হয় মঙ্গলবার হবে বনগাঁ পৌরসভায় হবে আস্থা ভোট ।

বনগাঁ পৌরসভা

By

Published : Jul 13, 2019, 11:32 AM IST

বনগাঁ, 13 জুলাই : বনগাঁ পৌরসভায় 72 ঘণ্টার মধ্যে অনাস্থা আনার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছিল হাইকোর্ট । আর সেই নির্দেশ মেনেই বনগাঁ পৌরসভার বোর্ড গঠন নিয়ে গতকাল আস্থা ভোটের দিন ঠিক হয় । মঙ্গলবার পৌরসভার অধিবেশন কক্ষেই হবে এই আস্থা ভোট ।

মাসখানেক আগে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শংকর আঢ্যর বিরুদ্ধে অনাস্থার আবেদন জানিয়েছিলেন 14 জন কাউন্সিলর । মহকুমা শাসকের কাছেই তাঁরা আবেদন করেছিলেন । স্থানীয় প্রশাসন এই বিষয়ে পদক্ষেপ না করায় তৈরি হয়েছিল অচলাবস্থা । শেষে ওই 14 জন কাউন্সিলরদের মধ্যে 12 জন দিল্লিতে গিয়ে BJP-তে যোগদান করেন । তারপরই আস্থা ভোট চেয়ে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের কাছে আবেদন করা হয় ।

কাউন্সিলর মনতোষ নাথ বলেন, "সাতদিন পেরিয়ে যাওয়ার পর আমরা হাইকোর্টে যাই । হাইকোর্টের নির্দেশের পর গতকাল বৈঠক হয় । সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার আস্থা ভোটের দিন ঠিক করা হয় ।" দিন ঠিক হওয়ার পরই ভোট নিয়ে পৌরসভার কাউন্সিলর, বনগাঁ মহকুমা শাসক ও প্রশাসনের কাছে চিঠি পাঠানো হয়েছে । যদিও চিঠি পাননি বলে দাবি পৌরসভার চেয়ারম্যান শংকর আঢ্যর । তিনি বলেন, "এখনও চিঠি পাইনি । চিঠি দেওয়ার ক্ষেত্রে পৌরসভার আইন মানা হয়নি । আমি দলকে জানিয়েছি । দল এ বিষয়ে সিদ্ধান্ত নেবে ।"

ABOUT THE AUTHOR

...view details