সন্দেশখালি, 20 অগস্ট : সুন্দরবন এলাকায় মাছ ধরতে গিয়ে বাঘের হানায় মৃত্যু হল এক মৎস্যজীবীর । মৃতের নাম অন্ন দাস, বয়স 41 বছর । জানা গিয়েছে, জঙ্গলের কাছে নদীতে মাছ ধরার সময় নৌকার উপর ঝাঁপিয়ে পড়ে একটি বাঘ ৷ কিছু বুঝে ওঠার আগেই ওই মৎস্যজীবীকে তাঁর অন্যান্য সহকর্মীদের সামনে থেকে টেনে জঙ্গলে নিয়ে যায় বাঘটি । ঘটনার আকস্মিকতায় কিছু বুঝে ওঠার আগেই অন্ন দাসকে জঙ্গলে নিয়ে যায় বাঘটি ৷ পরে বন দফতরের সহায়তায় ঝিলার জঙ্গল থেকে উদ্ধার করা হয় মৎস্যজীবীর নিথর দেহ ।
গত বৃহস্পতিবার সন্দেশখালির কানমারি এলাকা থেকে বেশ কয়েকজন মৎস্যজীবী একসঙ্গে মাছ ধরতে গিয়েছিলেন সুন্দরবনের ঝিলার জঙ্গলের কাছে । মাছ ধরে বিকেলের দিকে ফেরার সময় হঠাৎই নৌকা উপর ঝাঁপিয়ে পড়ে একটি বাঘ ৷ কিছু বুঝে ওঠার আগেই অন্ন দাস নামে ওই মৎসজীবীকে সকলের চোখের সামনে দিয়ে জঙ্গলে টেনে নিয়ে যায় বাঘটি ৷ দ্রুত তাঁরা বন দফতরে খবর দেন ৷ বনকর্মীদের সাহায্যে সহকর্মীর নিথর দেহ উদ্ধার করে আনেন অন্য মৎস্যজীবীরা । বনকর্মীরাই অন্ন দাসের দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় বসিরহাট জেলা হাসপাতালে । ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।