পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এবার অশোকনগর, কোরোনায় আক্রান্ত পোর্ট ট্রাস্টের কর্মী

উত্তর 24 পরগনার অশোকনগরের 53 বছরের এক ব্যক্তির শরীরে মিলল কোরোনা । বর্তমানে তিনি বেলেঘাটা ID-তে ভরতি রয়েছেন । তাঁর পরিবার কোয়ারানটিনে পাঠানো হয়েছে ।

ছবি
ছবি

By

Published : Apr 27, 2020, 9:34 AM IST

অশোকনগর, 27 এপ্রিল : এবার অশোকনগরে কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেল। 53 বছরের ওই ব্যক্তি কলকাতা পোর্ট ট্রাস্টে কাজ করেন ।


পরিবার সূত্রে জানা গেছে, লকডাউনের মধ্যেই তিনি প্রতিদিন বাড়ি থেকে গাড়িতে করে কর্মস্থানে যাতায়াত করছিলেন । 22 এপ্রিল কাজ থেকে ফেরার পর অসুস্থ বোধ করেন । পরিবারের লোকেরা তাঁকে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে ভরতি করেন । পরের দিন তাঁর সোয়াব নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । রবিবার রিপোর্ট আসে । তাতে দেখা যায়, তিনি COVID-19-এ আক্রান্ত হয়েছেন । বর্তমানে তাঁকে কলকাতার বেলেঘাটা ID-তে স্থানান্তরিত করা হয়েছে ।

হাসপাতাল সূত্রের খবর, ওই ব্যক্তিকে অশোকনগর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল । ওয়ার্ডে ছিলেন আরও একজন রোগী । তাঁরও সোয়াব টেস্ট হয়েছে । কিন্তু তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে । তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে ।

অন্যদিকে, 53 বছরের ওই ব্যক্তির পরিবারের সবাইকে কোয়ারানটিনে পাঠানো হয়েছে । এমনিতেই উত্তর 24 পরগনা কোরোনার রেড জো়ন ঘোষিত হয়েছে । কোরোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে এখানে । সেই তালিকায় এবার জুড়ে গেল অশোকনগরের নাম।

ABOUT THE AUTHOR

...view details