ব্যারাকপুর, ১২ মার্চ : বিহার, উত্তরপ্রদেশে বিয়েবাড়িতে গুলি চালিয়ে আনন্দ করতে দেখা যায়। চলে রাউন্ডের পর রাউন্ড গুলি। তবে কোনও বাঙালি বিয়েতে আনন্দে গুলি চালানোর ঘটনা শোনা যায় না। কিন্তু, তেমনই হল উত্তর ২৪ পরগনার নিমতা প্রতাপগড় এলাকার একটি বউভাতের অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষে হঠাৎ গুলির বিকট শব্দে চমকে ওঠেন সকলে। জানা গেছে, অনুষ্ঠানে কর্তব্যরত নিরাপত্তারক্ষীই এই ঘটনা ঘটিয়েছেন।
স্থানীয় একটি অনুষ্ঠান বাড়িতে আইনজীবী বিকাশ দাস তাঁর বউভাতের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। গতকাল ওই অনুষ্ঠান বাড়িতে উপস্থিত ছিলেন তাঁর আত্মীয়-স্বজনও। তাই সকলের নিরাপত্তার কথা মাথায় রেখে দু'জন নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছিল। অনুষ্ঠান শেষে গুলির বিকট শব্দে চমকে ওঠেন সবাই। জানা যায়, অনুষ্ঠানে কর্তব্যরত দুই নিরাপত্তারক্ষীর মধ্যে একজন শূন্যে পরপর চার রাউন্ড গুলি চালান। অভিযোগ, বিকাশের জামাইবাবু নান্টু দে গুলি চালানোর জন্য প্ররোচনা দেন।