মধ্যমগ্রাম, 10 ডিসেম্বর : বাড়িতে আগুন লেগে গুরুতর আহত হলেন কলকাতা পুলিশের এক ASI ও তাঁর স্ত্রী ৷ দু'জনকেই আর জি কর হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ আগুন লাগার কারণ জানা যায়নি ৷ তদন্ত শুরু করেছে দমকল ও মধ্যমগ্রাম থানার পুলিশ ৷
বাড়িতে আগুন, আহত কলকাতা পুলিশের ASI ও তাঁর স্ত্রী
মধ্যমগ্রাম পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে দেশবন্ধু রোডে ASI মধুসূদন দত্তের বাড়ি ৷ মুচিপাড়া থানায় তাঁর পোস্টিং ৷ গতরাতে স্ত্রী শান্তি দত্তের সঙ্গে বাড়িতেই ছিলেন ৷ ছেলে কাজের সূত্রে বাইরে ছিল ৷ সন্ধ্যা সাতটা নাগাদ বাড়িতে আগুন লাগে বলে জানান স্থানীয়রা ৷
মধ্যমগ্রাম পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে দেশবন্ধু রোডে ASI মধুসূদন দত্তের বাড়ি ৷ মুচিপাড়া থানায় তাঁর পোস্টিং ৷ গতরাতে স্ত্রী শান্তি দত্তের সঙ্গে বাড়িতেই ছিলেন ৷ ছেলে কাজের সূত্রে বাইরে ছিল ৷ সন্ধ্যা সাতটা নাগাদ বাড়িতে আগুন লাগে বলে জানান স্থানীয়রা ৷ বাড়ির প্রধান দরজায় তালা থাকায় বাইরে বের হতে পারেননি মধুসূদন ও তাঁর স্ত্রী ৷ ঘরের মধ্যেই ছোটাছুটি করতে থাকেন দু'জনে ৷ ঘটনায় গুরুতর আহত হন তাঁরা ৷
খবর দেওয়া হয় মধ্যমগ্রাম থানায় ৷ ঘটনাস্থানে যায় মধ্যমগ্রাম ও বারাসত থেকে দমকলের দু'টি ইঞ্জিন ৷ তালা ভেঙে উদ্ধার করা হয় মধুসূদন ও তাঁর স্ত্রীকে ৷ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ স্থানীয় কাউন্সিলর আত্রেয়ী গুহ বলেন, "শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে ৷ গুরুতর জখম হয়েছেন শান্তি দত্ত ৷ তাঁকে বাঁচাতে গিয়ে জখম হন তাঁর স্বামীও ৷"