পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কিরেণ রিজিজু, অর্জুন সিংয়ের বিরুদ্ধে FIR যুব তৃণমূল নেতার - barakpur

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বাইক মিছিল করার অভিযোগে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু ও অর্জুন সিংয়ের বিরুদ্ধে FIR দায়ের করল পশ্চিমবঙ্গ প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্রাট তপাদার ।

কিরেণ রিজিজু

By

Published : Apr 21, 2019, 8:42 AM IST

Updated : Apr 21, 2019, 12:01 PM IST

ব্যারাকপুর, 21 এপ্রিল : কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু ও অর্জুন সিংয়ের বিরুদ্ধে FIR দায়ের করলেন পশ্চিমবঙ্গ প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্রাট তপাদার । নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে বাইক মিছিল করার অভিযোগে এই FIR করা হয়। গতকাল ব্যারাকপুরের BJP প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে ব্যারাকপুরের শিউলি থেকে মোহনপুর পর্যন্ত রোড- শো হয় । উপস্থিত ছিলেন কিরেণ রিজিজু, অর্জুন সিং-সহ অন্য নেতৃত্ব । মিছিল শেষ হওয়ার পর নির্বাচনী প্রচারের জন্য বাইক মিছিল করা হয় । অভিযোগ, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে এই বাইক মিছিল করা হয়েছে । এরপরেই সম্রাট কিরেণ রিজিজু ও অর্জুন সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ।

ভিডিয়োয় শুনুন অর্জুন সিংয়ের বক্তব্য

সম্রাট প্রশ্ন তোলেন, "পুলিশের অনুমতি ছাড়া একজন কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে কীভাবে এই বাইক মিছিল করা হল ? ওরা নির্বাচনের আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করে এই বাইক মিছিল করেছে। এর প্রতিবাদে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । এবিষয়ে নির্বাচন কমিশনেরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ।"

অন্যদিকে, ব্যারাকপুর বিধানসভার তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত বলেন, "পুলিশের অনুমতি ছাড়াই সম্ভবত এই মিছিল করা হয়েছিল । একজন কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে পুলিশের অনুমতি ছাড়া কীভাবে বেআইনিভাবে এই বাইক মিছিল করা হল ? আসলে বেআইনি কাজ করা BJP-র স্বভাব। অর্জুন সিং বেআইনি কাজের সাথে বরাবরই যুক্ত । ব্যারাকপুরের সাধারণ মানুষ সব দেখছে । আমরা নির্বাচন কমিশনকে এর জন্য যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছি ।"

এদিকে, অর্জুন সিং বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ । তিনি বলেন, "সম্রাট তপাদারের কোনও কাজ নেই । ওঁকে কেউ গুরুত্ব দিচ্ছে না । তাই উনি এসব করছেন ।"

Last Updated : Apr 21, 2019, 12:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details