পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাইলসের অস্ত্রোপচার করাতে এসে মৃত রোগী, উত্তেজনা বারাসতের নার্সিংহোমে

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ । উত্তেজনা ছড়ায় বারাসতের একটি নার্সিংহোমে । রোগীর পরিবারের অভিযোগ , চিকিৎসক জানতেন রোগীর হার্টের সমস্য রয়েছে । তাও পাইলসের অপারেশনের সময় OT-তে কার্ডিওলজিস্ট ছিল না ।

ছবিটি প্রতীকী

By

Published : Apr 20, 2019, 6:47 AM IST

Updated : Apr 20, 2019, 8:03 AM IST

বারাসত, 20 এপ্রিল: চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বারাসতের একটি নার্সিংহোমে । রোগীর পরিবারের লোকজন নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখায় । পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গেলে পুলিশে খবর দেওয়া হয় । ঘটনাস্থানে পৌঁছায় বারাসত থানার পুলিশ । পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

গতকাল সকালে বারাসত নবপল্লির বাসিন্দা কমল দত্ত (63) পাইলসের অপারেশনের জন্য ওই নার্সিংহোমে ভরতি হন । তাঁর হার্টের সমস্যার কথাও তিনি নার্সিংহোমের চিকিৎসককে জানিয়েছিলেন । চিকিৎসক অপারেশনের আগে কোনও ভালো কার্ডিওলজিস্টের কাছে থেকে অপারেশনের জন্য অনুমোদন নিয়ে আসতে বলেছিলেন । কার্ডিওলজিস্টও জানিয়েছিলেন কমলবাবুর সার্জারিতে কোনও সমস্যা হবে না । বিষয়টা নার্সিংহোমের চিকিৎসককেও পরিবারের পক্ষ থেকে অপারেশনের আগে জানানো হয় ।

ভিডিয়োয় দেখুন

কমলবাবুর মেয়ে অর্পিতা দত্ত বলেন, "সকালে বাবা হেঁটেই বাড়ি থেকে নার্সিংহোমে আসেন । তাঁর হাতে স্যালাইনের চ্যানেল করা হয় । এরপর বাবা বললেন হাতে চুলকানি হচ্ছে । আমি বিষয়টা ডাক্তারকে জানালাম । উনি বললেন এরকমটা তো হওয়ার কথা নয় । OT-তে নিয়ে যাওয়ার সময় বাবা চিকিৎসকে জানান তাঁর বুকে ব্যথা করছে । বাবার আগে হার্ট অ্যাটাক হয়েছিল। সেটা চিকিৎসক জানতেন । তা সত্ত্বেও উনি কোনও বিশেষ ব্যবস্থা নেননি। OT-তে কোনও কার্ডিওলজিস্ট রাখেননি । দুপুরের দিকে বাবাকে ভেন্টিলেশনে দিয়ে বলা হয় হার্ট অ্যাটাক হয়েছে । "

রাতে মারা যান কমল দত্ত। এরপরই রোগীর পরিবারের লোকজন ক্ষুব্ধ হয়ে চিকিৎসককে ঘিরে বিক্ষোভ দেখান । তাঁদের বক্তব্য, চিকিৎসক পুরো বিষয়টা জানা সত্ত্বেও কেন কোনও কার্ডিওলজিস্টকে OT-তে রাখেননি । এই রকম রোগীর কিছু হলে তাঁকে সাহায্য করার ব্যবস্থা নার্সিংহোমে নেই এই বিষয়ে তাঁদের জানালে তাঁরা সেখানে রোগীকে নিয়ে যেতেন না।

তিনি আরও বলেন, "আমরা দোষী চিকিৎসকদের উপযুক্ত শাস্তি চাই । সেই সঙ্গে এই নার্সিংহোমের লাইসেন্স বাতিলের দাবিও জানাচ্ছি প্রশাসনের কাছে । আমরা পুলিশের কাছেও অভিযোগ জানাব ।"

যদিও চিকিৎসায় গাফিলতির অভিযোগ মানতে চাননি ওই নার্সিংহোমের চিকিৎসক তপনজ্যোতি ব্যানার্জি । তিনি বলেন, "রোগীর অপারেশন খুব ভালোভাবেই হয়েছিল । কিন্তু তারপর‌ই মেজর হার্ট অ্যাটাক হয় । আমাদের দিক থেকে সবরকমের চেষ্টা করা হয়েছিল । যে কোন‌ও মৃত্যু‌ই বেদনাদায়ক ।"

Last Updated : Apr 20, 2019, 8:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details