বিধাননগর, 17 নভেম্বর: টেক সাপোর্টের নাম করে বিদেশি নাগরিকদের প্রতারণার ফাঁদ বিধাননগরে । এই ঘটনায় গ্রেফতার 14 জন মহিলা-সহ 27 জন (Arrested) । ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ৷
জানা গিয়েছে, সল্টলেকের সেক্টর ফাইভের এরগো টাওয়ারের 18 তলায় কিছুদিন ধরেই একটি ভুয়ো কল সেন্টার (Fake Call Centre) চলছিল বলে পুলিশের কাছে খবর আসে । তদন্ত শুরু করে পুলিশ ৷ তারা জানতে পারে জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের কম্পিউটারে সুপ্রিমো নামের একটি সফটওয়ার দিয়ে অ্যাকসেস নিত এই প্রতারকরা । এরপরই সেই ভুয়ো কল সেন্টার থেকে ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল ব্যবহার করে অভিযুক্তরা ফোন করত জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের । সেখানে তাদের মাইক্রোসফট সংস্থার কর্মী হিসাবে পরিচয় দিয়ে টেকনিক্যাল সাপোর্টের জন্যে আবেদন জানাত ।
এই আবেদনে সাড়া দিলেই তাদের জানান হত, টেকনিক্যাল সাপোর্ট নিতে গেলে তাদের ওয়েস্টার্ন ইউনিয়ন নামের একটি অনলাইন মানি ট্রান্সফার অ্যাপের ওয়ালেটে রিচার্জ করতে হবে । সেই ওয়ালেটে বিদেশি নাগরিকরা নিজেদের ডেবিট বা ক্রেডিট কার্ডের নম্বর দিয়ে রিচার্জ করলে, সব তথ্য এসে পৌঁছত প্রতারকদের হাতে । এরপরই সেই তথ্য ব্যবহার করে বিদেশি অ্যাপের থেকে নাগরিকদের টাকা ট্রান্সফার করা হত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ব্যাংক অ্যাকাউন্টে । এরপরই সেই টাকা অভিযুক্তরা সুইফ্ট ট্রান্সফার নামের একটি সফটওয়্যার ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাকাউন্ট থেকে নিয়ে আসত ভারতীয় ব্যাংকে ।