পানিহাটি, 15 জুলাই:পানিহাটিতে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজি এবং তা না-দেওয়ায় বাড়িতে হামলার অভিযোগ উঠল ৷ এই অভিযোগ করেছেন পেশায় শিক্ষক সোমনাথ সরদার ৷ ঘটনায় অভিযোগের তির পানিহাটি পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিমাংশু দেবের দিকে ৷ ওই ওয়ার্ডেরই বাসিন্দা সোমনাথের অভিযোগ, তাঁর কাছে 5 লক্ষ টাকা দাবি করে পৌরপিতা ৷ সেই দাবি না-মেটালে তাঁর বাড়িতে রাতের অন্ধকারে হামলা চালায় কাউন্সিলের অনুগামীরা। গালিগালাজ করা হয় সোমনাথের বাবা ও স্ত্রী'কে বলেও অভিযোগ ৷
সোমনাথ সরদার বলেন, "আচমকাই একদল ছেলেরা বাড়িতে এসে তাণ্ডব চালায় ৷ সেসময় আমি বাড়িতে ছিলাম না ৷ তাদের দাবি আমি নতুন বাড়ি কিনেছি তাই কাউন্সিলের টেবিলে 5 লক্ষ টাকা দিতে হবে।" যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিমাংশু দেব । উলটে সোমনাথের শ্বশুর ও শালির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে না-দেওয়ার অভিযোগ আনা হয়েছে তার তরফে ৷ হিমাংশু বলে, "সোমনাথ সিপিএম করে ৷ একজন বিধবা মহিলার কাছ থেকে স্থানীয় ক্লাবের নাম করে 5 লক্ষ টাকা নিয়েছে সোমনাথ ৷ তিনি আমার কাছে এসে তাঁর নামে অভিযোগ করেছেন ৷"
জানা গিয়েছে, সোমনাথ সরদারের বাবা অসুস্থ ৷ তাঁর ঘরে সদ্যজাত সন্তান ও পরিবারের আরও অনেকে ছিল ৷ সেইসময় হিমাংশুর ছেলেরা এসে রীতিমতো তাণ্ডব চালায়। এর আগেও গত 10 তারিখ রাতে একইভাবে সোমনাথের বাড়িতে গিয়ে হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ । তিনি সেই সময় খড়দা থানায় লিখিত অভিযোগ করেন ৷ এবারের এই বিষয়টিও খড়দা থানায় জানানো হয়েছে বলে খবর । খড়দা থানার পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে ৷ পুলিশ সোমনাথ সরদারকে থানায় যাওয়ার কথাও জানিয়েছে ।