পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Extortion Allegation: তোলা না-দেওয়ায় শিক্ষকের বাড়িতে হামলার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলর - Extortion Allegation against Trinamool councillor

পানিহাটি পৌরসভার এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তোলা চাওয়ার অভিযোগ উঠল ৷ 5 লক্ষ টাকা তোলা না দেওয়ায় শিক্ষকের বাড়িতে এসে হামলা চালানো হয় বলেও অভিযোগ ৷ তবে এই অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত কাউন্সিলর ৷ পালটা তিনি দাবি করেছেন, ওই শিক্ষক বিধবা মহিলার টাকা হাতিয়েছে ৷

Panihati Municipality councillor
শিক্ষক সোমনাথ সর্দার

By

Published : Jul 15, 2023, 10:43 PM IST

তোলা না দেওয়ায় শিক্ষকের বাড়িতে হামলার অভিযোগ

পানিহাটি, 15 জুলাই:পানিহাটিতে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজি এবং তা না-দেওয়ায় বাড়িতে হামলার অভিযোগ উঠল ৷ এই অভিযোগ করেছেন পেশায় শিক্ষক সোমনাথ সরদার ৷ ঘটনায় অভিযোগের তির পানিহাটি পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিমাংশু দেবের দিকে ৷ ওই ওয়ার্ডেরই বাসিন্দা সোমনাথের অভিযোগ, তাঁর কাছে 5 লক্ষ টাকা দাবি করে পৌরপিতা ৷ সেই দাবি না-মেটালে তাঁর বাড়িতে রাতের অন্ধকারে হামলা চালায় কাউন্সিলের অনুগামীরা। গালিগালাজ করা হয় সোমনাথের বাবা ও স্ত্রী'কে বলেও অভিযোগ ৷

সোমনাথ সরদার বলেন, "আচমকাই একদল ছেলেরা বাড়িতে এসে তাণ্ডব চালায় ৷ সেসময় আমি বাড়িতে ছিলাম না ৷ তাদের দাবি আমি নতুন বাড়ি কিনেছি তাই কাউন্সিলের টেবিলে 5 লক্ষ টাকা দিতে হবে।" যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিমাংশু দেব । উলটে সোমনাথের শ্বশুর ও শালির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে না-দেওয়ার অভিযোগ আনা হয়েছে তার তরফে ৷ হিমাংশু বলে, "সোমনাথ সিপিএম করে ৷ একজন বিধবা মহিলার কাছ থেকে স্থানীয় ক্লাবের নাম করে 5 লক্ষ টাকা নিয়েছে সোমনাথ ৷ তিনি আমার কাছে এসে তাঁর নামে অভিযোগ করেছেন ৷"

জানা গিয়েছে, সোমনাথ সরদারের বাবা অসুস্থ ৷ তাঁর ঘরে সদ্যজাত সন্তান ও পরিবারের আরও অনেকে ছিল ৷ সেইসময় হিমাংশুর ছেলেরা এসে রীতিমতো তাণ্ডব চালায়। এর আগেও গত 10 তারিখ রাতে একইভাবে সোমনাথের বাড়িতে গিয়ে হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ । তিনি সেই সময় খড়দা থানায় লিখিত অভিযোগ করেন ৷ এবারের এই বিষয়টিও খড়দা থানায় জানানো হয়েছে বলে খবর । খড়দা থানার পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে ৷ পুলিশ সোমনাথ সরদারকে থানায় যাওয়ার কথাও জানিয়েছে ।

অন্যদিকে উত্তর কলকাতা শহরতলি জেলা বিজেপির সহ-সভাপতি কৌশিক চট্টোপাধ্যায়ের দাবি, এই ঘটনা নতুন নয়, গোটা রাজ্যজুড়েই এমন চলছে। মানুষকে ভীত সন্ত্রস্ত করে রাখার চেষ্টা চলছে ৷ তিনি বলেন, "এই ধরনের ঘটনার বিরুদ্ধে সাধারণ মানুষ ভয় না-পেয়ে যেন প্রতিবাদ করে ৷ রাস্তায় বেরিয়ে এসে সকলে একসঙ্গে প্রতিবাদ জানাক ।"

আরও পড়ুন:দোকানে ঢুকে তৃণমূল কাউন্সিলরের ভাইয়ের দাদাগিরি ! ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায়

পাশাপাশি তিনি দাবি করেন, হিমাংশু দেব যদি এই অভিযোগ অস্বীকার করে তাহলে সোমনাথ কোথা থেকে কত টাকা নিয়েছে, সে কী করে জানল? এই বিজেপি নেতা বলেন, "যদি তর্কের খাতিরে মেনেই নিলাম হিমাংশু যা বলছে তা সত্য । কিন্ত তাহলেও যে কাণ্ড হিমাংশু দেবের ছেলেরা করেছে তা ঠিক ? সোমনাথের বাড়িতে গিয়ে তাঁর অসুস্থ বাবাকে হুমকি দিয়ে ও চিৎকার চেঁচামেচি করে এসেছে ৷ তাঁর বাড়িতে 10 দিনের বাচ্চা রয়েছে ৷ এই কাজটি কারও অধিকারের মধ্যে পরে ? এখানেই পরিষ্কার এই ঘটনায় হিমাংশু দেবের মদত আছে । সত্যটা পুলিশ প্রশাসন বের করবে ।"

ABOUT THE AUTHOR

...view details