বারাসত, 17 অক্টোবর : উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে শক্তি বাড়ল BJP-র ৷ কোরোনা আবহেও দলবদল অব্যাহত। গতকাল, শুক্রবার মধ্যমগ্রাম পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিকাশ হালদারের নেতৃত্বে শতাধিক দলীয় কর্মীর যোগদান গেরুয়া শিবিরে। এঁদের মধ্যে বেশ কয়েকজন মহিলাও রয়েছেন। দল ত্যাগীদের হাতে BJP-র পতাকা তুলে দেন দলের বারাসত সাংগঠনিক জেলার সহ সভাপতি অনুপ দাস। ছিলেন BJP-র জেলা নেতা বাদল ঘোষ,যুব নেতা কৌশিক মজুমদার,দলের চিকিৎসক সেলের রাজ্য কনভেনার সনাতন মুখোপাধ্যায় প্রমুখ ৷
সদলবলে BJP-তে যোগদান মধ্যমগ্রামের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের
মধ্যমগ্রামে শক্তি বাড়ল BJP-র ৷ বারাসতে BJP-র জেলা কার্যালয়ে শতাধিক কর্মী সমর্থক নিয়ে গেরুয়া শিবিরে যোগদান করলেন শাসক দলের প্রাক্তন কাউন্সিলর বিপ্লব হালদার। দলত্যাগ করবেন তৃণমূলের আরও বড় মাপের নেতারাও, দাবি জেলা BJP-র ৷
বিধানসভা নির্বাচনের আগে প্রায় সমস্ত রাজনৈতিক দলই নিজেদের ঘর গোছাতে ব্যস্ত৷ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত শাসক ও বিরোধী উভয়ই একে অন্যের ঘর ভাঙাতে মরিয়া হয়ে উঠেছে । নিজেদের দলে টানতে চেষ্টার কোনও কসুর করছে না রাজনৈতিক দলগুলি। তা স্পষ্ট হচ্ছে কোরোনা আবহের মধ্যেও দলবদলের হিড়িকে। কিছুদিন আগে বারাসতে তৃণমূলের ধর্না অবস্থানের মঞ্চ থেকে বিরোধী দলের কয়েকশো কর্মী যোগ দিয়েছিলেন শাসক শিবিরে। তার কয়েকদিনের মধ্যেই তৃণমূল, সিপিআই(এম)-সহ বিভিন্ন দল থেকে প্রায় সাতশো কর্মী নাম লিখিয়েছিলেন গেরুয়া শিবিরে। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে BJP-র বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায় দাবি করেছিলেন,আগামী দিনে শাসকদলের আরও অনেকেই যোগ দেবেন তাঁদের দলে ৷ সেই দাবি যে অমূলক নয় তার প্রমাণ মিলল গতকাল রাতেই। বারাসতে BJP-র জেলা কার্যালয়ে শতাধিক কর্মী সমর্থক নিয়ে গেরুয়া শিবিরে যোগদান করলেন শাসক দলের প্রাক্তন কাউন্সিলর বিকাশ হালদার। এই যোগদান মধ্যমগ্রাম পৌরসভা এলাকায় দলের শক্তি বৃদ্ধিতে সাহায্য করবে বলেই আশা করছেন BJP-র জেলা নেতৃত্ব।
দলত্যাগী প্রাক্তন কাউন্সিলর বিকাশ হালদার বলেন,"তৃণমূলে সঠিকভাবে কাজ করতে পারছিলাম না। বাধ্য হয়ে দল ছাড়তে হল। নতুন দলে কাজ করতে কোনও অসুবিধা হবে না৷ কারণ, কাজ করার অভিজ্ঞতা আগেই রয়েছে"। বিধানসভা ও পৌরসভা নির্বাচনে মধ্যমগ্রামে BJP-কে ক্ষমতায় আনা এখন তাঁর লক্ষ্য হবে বলেও জানিয়েছেন তিনি।
বিধানসভা নির্বাচনের আগে শাসকদলের প্রাক্তন কাউন্সিলর সহ শতাধিক কর্মীর যোগদানে রীতিমতো উজ্জীবিত গেরুয়া শিবির। বারাসত সাংগঠনিক জেলার সহ সভাাপতি অনুপ দাস বলেন,"আরও চমক এখনও বাকি রয়েছে। নির্বাচন যত এগিয়ে আসবে,তত শাসকদলের বড় মাপের অনেক নেতাকেই দেখতে পাবেন BJP-তে যোগ দিতে৷ তৃণমূল দলে কাউকেই প্রাপ্য সম্মান দেওয়া হয় না৷ আমরা অন্য দল থেকে আসা নেতা ও কর্মীদের যোগ্য সম্মান দিই দলে ।"
এই দলবদলকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তাঁদের কথায়, "এর কোনও প্রভাবই দলে পড়বে না। BJP-র এ রাজ্যে ক্ষমতায় আসার অলীক স্বপ্ন কখনোই সফল হবে না৷ স্বপ্ন স্বপ্ন-ই থেকে যাবে"।