সল্টলেক, 7 নভেম্বর:পৌরনিয়োগ দুর্নীতি মামলায় তলব ৷ মঙ্গলবার ইডি দফতরে হাজিরা দিলেন টিটাগড় পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী । মঙ্গলবার নথি হাতে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ঢুকতে দেখা গেল তাঁকে । 2010 থেকে 2021 সাল পর্যন্ত টিটাগড় পৌরসভার চেয়ারম্যান ছিলেন তিনি । এর আগেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের পক্ষ থেকে টিটাগড়ের এই প্রাক্তন চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল । তবে সেসময় প্রশান্ত চৌধুরীর বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ।
পৌরনিয়োগের ক্ষেত্রে কীভাবে দুর্নীতি হয়েছে । একই সঙ্গে কে বা কারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন, সেই বিষয়েই তদন্ত করে দেখছেন ইডি আধিকারিকরা । জানা গিয়েছে, পৌরনিয়োগ দুর্নীতিতে পৌরসভাগুলিতে যেমন তল্লাশি চালানো হয়, একইরকমভাবে তল্লাশি চালানো হয় বিভিন্ন প্রাক্তন পৌর চেয়ারম্যানের বাড়িতেও । তাঁর মধ্যে রয়েছেন প্রশান্ত চৌধুরী ৷ তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছেন ইডি আধিকারিকরা ।