পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বারাসতে তৃণমূল সভাপতি পদে বদল - president change

বারাসত শহর তৃণমূলের সভাপতির পদ থেকে সরানো হল সুনীল মুখোপাধ্যায়কে । নতুন সভাপতির দায়িত্ব পেলেন বারাসত পৌরসভার উপ পৌরপ্রধান অশনি মুখোপাধ্যায় ।

সুনীল মুখোপাধ্যায়

By

Published : Jul 13, 2019, 3:33 PM IST

বারাসত, 13 জুলাই: বারাসত শহর তৃণমূলের সভাপতির পদ থেকে সরানো হল সুনীল মুখোপাধ্যায়কে । নতুন সভাপতির দায়িত্ব পেলেন বারাসত পৌরসভার উপ পৌরপ্রধান অশনি মুখোপাধ্যায় । দলীয় সূত্রের খবর, লোকসভা ভোটে পৌরসভা এলাকায় দলের ভরাডুবির কারণেই রদবদল ।

বেশকিছু দিন ধরেই শাসকদলের অন্দরে বারাসত শহর তৃণমূলের সভাপতি সুনীল মুখোপাধ্যায়কে সরানো নিয়ে জল্পনা চলছিল । গতকাল রাতে সেই জল্পনাতে সিলমোহর পড়ল । যদিও সুনীলবাবুর দাবি, "আমি নিজে থেকেই দলের জেলা নেতৃত্বের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি । নতুন সভাপতিকে শুভেচ্ছা । দলের যে কোনও কাজে সহযোগিতার জন্য আমি প্রস্তুত ।" নতুন দায়িত্ব পেয়ে খুশি অশনি মুখোপাধ্যায় । তিনি বলেন, "দলের তরফে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা যথাযথভাবে পালন করার চেষ্টা করব। সংগঠনকে মজবুত করতেও জোর দেব ।"

আরও পড়ুন: মঙ্গলবার বনগাঁ পৌরসভায় আস্থা ভোট

উত্তর 24 পরগনার জেলা তৃণমূল সভাপতি ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "শহর তৃণমূলের সভাপতি সুনীল মুখোপাধ্যায় আমাদের কাছে পদত্যাগপত্র পাঠান । আমরা তা গ্রহণ করেছি । সেই জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে বারাসত পৌরসভার উপ পৌরপ্রধান অশনি মুখোপাধ্যায়কে।" উল্লেখ্য, লোকসভা ভোটে বারাসত পৌরসভার 35টি ওয়ার্ডের মধ্যে 28টি ওয়ার্ডেই তৃণমূলের ভরাডুবি হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details