বারাসত, ১২ ফেব্রুয়ারি : হাঁটুর ব্যথায় চলাফেরা বন্ধ হয়ে গেছিল। পরিস্থিতি এমন পর্যায় চলে গেছিল যে হাঁটু প্রতিস্থাপন ছাড়া আর কোনও পথ ছিল না। এই অবস্থায় রোগীকে কলকাতার কোনও হাসপাতালে রেফার করেননি বারাসত জেলা হাসপাতালের ডাঃ অরিন্দম মজুমদার। নিজেদের হাসপাতালেই শুরু করেন হাঁটু প্রতিস্থাপনের তোড়জোড়। অবশেষে সাফল্য। বারাসত জেলা হাসপাতালে এধরনের জটিল অস্ত্রোপচার এই প্রথম।
বিড়ার বাসিন্দা ৬২ বছরের রেবতী রায়। বেশ কিছুদিন ধরে হাঁটুর ব্যথাটা বাড়ছিল। অবশেষে কিছুটা বাধ্য হয়েই বারাসত জেলা হাসপাতালের অস্থি বিশেষজ্ঞ ডাঃ অরিন্দম মজুমদারের কাছে যান তিনি। দেখা যায় হাঁটুর প্রতিস্থাপন করাটা খুবই জরুরি। সোমবার সফলভাবে অস্ত্রোপচারের সম্পন্ন হয়।