বারাসত, 4 মে : গত বছর 14 মে পঞ্চায়েত ভোটের দিন উত্তর 24 পরগনা জেলায় ব্যপক নির্বাচনী সন্ত্রাসের পরে তৃণমূলের জেলা সভাপতি তথা খাদ্যমন্ত্রী অভিযোগ তুলেছিলেন, বাংলাদেশ সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশকারীরা ভোটে অরাজকতা সৃষ্টি করেছে । তা সত্ত্বেও চলতি লোকসভা ভোটের আগে বনগাঁর পেট্রাপোল ও ঘোজাডাঙা সীমান্ত খোলা থাকবে কি না, ভোটের ৪৮ ঘণ্টা আগেও সেই ব্যাপারে কিছু জানেন না জেলাশাসক তথা রিটার্নিং অফিসার অন্তরা আচার্য ।
সোমবার জেলার পাঁচ আসনের মধ্যে বনগাঁ ও ব্যারাকপুরে ভোটগ্রহণ । দুই লোকসভার প্রায় সাড়ে তিন হাজার বুথের মধ্য স্পর্শকাতর ও অতিস্পর্শকাতর বুথ কতগুলো সে প্রশ্নেও নীরব রইলেন জেলাশাসক । ভোটের দেড়দিন আগেও দিতে পারলেন না অবজ়ারভারদের নাম ও ফোন নম্বর । নাগরিকদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষায় সাংবাদিকদের বেশিরভাগ প্রশ্নেই তিনি মৌনতা দেখালেন ।