পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোশাল মিডিয়ায় বিকৃত ছবি, ঝুলন্ত দেহ উদ্ধার কিশোরীর

কয়েকদিন আগে একটি ভুয়ো ফেসবুক প্রোফাইল থেকে ওই কিশোরীর ছবি ব্যবহার করে কয়েকটি বিকৃত ছবি পোস্ট করা হয়৷

সোশাল মিডিয়া
সোশাল মিডিয়া

By

Published : Nov 16, 2020, 8:55 PM IST

জগদ্দল, 16 নভেম্বর : সোশাল মিডিয়ার বিকৃত ছবি৷ লজ্জায় আত্মঘাতী বছর 17-এর কিশোরী । উত্তর 24 পরগনার জগদ্দল থানার শ্যামনগরের ঘটনা। আজ সকালে কিশোরীর ঝুলন্ত দেহ করে পুলিশ৷

পুলিশ জানিয়েছে, ওই কিশোরী শ্যামনগর এলাকার বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী ছিল ৷ কয়েকদিন আগে একটি ভুয়ো ফেসবুক প্রোফাইল থেকে তার ছবি ব্যবহার করে কয়েকটি বিকৃত ছবি পোস্ট করা হয়৷ বিষয়টি জানাজানি হতেই চার অক্টোবর জগদ্দল থানায় অভিযোগ করে কিশোরীর পরিবার ৷ যদিও, পুলিশের তরফে সেই সময় কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ পরিবারের সদস্যদের। তারপরই আজ সকালে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই কিশোরীর৷

এরপরই ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা৷ তদন্তকারী পুলিশ আধিকারিকদের শাস্তির দাবিতে কিশোরীর মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা৷ এলাকার বাসিন্দা বাপি ওরাও বলেন, "বিষয়টি পুলিশকে সব জানানো হয়েছিল। কিন্তু পুলিশ গুরুত্ব দেয়নি। যার জেরে লজ্জায় মেয়েটা আত্মহত্যা করতে বাধ্য হল। অপরাধীদের পাশাপাশি পুলিশও এর জন্য দায়ি। আমরা পুলিশেরও শাস্তি চাই।"

ABOUT THE AUTHOR

...view details