দত্তপুকুর, 7 জানুয়ারি: "প্রধানমন্ত্রী আবাস যোজনায় (Pradhan Mantri Awas Yojana) ব্যাপক কেলেঙ্কারি হয়েছে ! লুঠ হয়েছে 600 কোটিরও বেশি টাকা !" শনিবার এমনই দাবি করেছেন বিজেপির জাতীয় সহসভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ এদিন উত্তর 24 পরগনার দত্তপুকুরের নীলগঞ্জে আয়োজিত একটি দলীয় কর্মসূচিতে যোগ দেন তিনি ৷ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, "আবাস যোজনায় তৃণমূলের লোকেরাও বঞ্চিত হয়েছেন ৷ যাঁরা টাকা দেননি, তাঁরা বাড়ি পাননি ৷ এই ইস্যুতেই আমরা রাজ্যের বিডিও অফিসগুলিতে বিক্ষোভ দেখাতে শুরু করেছি ৷ এর ফলে সাধারণ মানুষও সাহস করে প্রতিবাদ জানাতে শুরু করেছে ৷ এই নিয়ে প্রতিবাদ হওয়া উচিত ৷ যাতে তৃণমূলের মুখোশ খুলে দেওয়া যায় !"
প্রধানমন্ত্রী আবাস যোজনায় 17 লক্ষ নাম বাদ দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ নিয়েও এদিন সমালোচনা করেছেন দিলীপ ৷ তাঁর কথায়, "ওই 17 লক্ষ নামের মধ্যেই রয়েছেন প্রকৃত উপভোক্তারা ৷ তালিকা থেকে যাঁদের নাম বাদ দেওয়া হয়েছে, তাঁদের কেউ বিজেপির সঙ্গে যুক্ত, কেউ আবার সাধারণ মানুষ ৷ বঞ্চিত উপভোক্তারা 20 হাজার টাকা করে কাটমানি দিতে পারেননি বলেই তাঁদের নাম প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে ৷ আমরা সেই তালিকা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছিলাম ৷ সেই কারণেই কেন্দ্রীয় দল রাজ্যে এসেছে ৷"