নিউটাউন, 19 অক্টোবর:চাকরির দাবিতে আমরণ অনশন শুরু করেছেন টেট উত্তীর্ণরা (TET Agitation) ৷ বিধাননগরের করুণাময়ীতে আয়োজিত তাঁদের এই কর্মসূচিকে পালটা 'অন্যায্য' বলে অভিযোগ করেছেন বর্তমান পর্ষদ (প্রাথমিক) সভাপতি ৷ এমনকী, এই আন্দোলনের পিছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি ৷ তাঁর এই মন্তব্য সমালোচনায় ইতিমধ্যেই সরব হয়েছেন বিরোধীরা ৷ বুধবার এর প্রতিবাদে মুখ খুললেন বিজেপি-এর জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ তাঁর বক্তব্য, যাঁরা আন্দোলনে যোগদান করেছেন, তাঁরা সকলেই লিখিত পরীক্ষায় পাশ করেছেন ৷ কিন্তু তারপরও চাকরি পাননি ৷ নিজেদের হকের দাবি আদায় করতেই আন্দোলনে সামিল হয়েছেন তাঁরা ৷ রাজনৈতিক নেতা, নেত্রীরা তাঁদের সমর্থন জানাতে সেখানে যাচ্ছেন ৷ তা যেতেই পারেন ৷ কিন্তু, এই ঘটনাকে কোনও মতেই আন্দোলনে রাজনৈতিক ইন্ধন বলে মানতে নারাজ দিলীপ ৷
উল্লেখ্য, পর্ষদের তরফে জানানো হয়েছে, করুণাময়ীতে যাঁরা আন্দোলন করছেন, তাঁরা লিখিত পরীক্ষায় পাশ করলেও দু'দফার ইন্টারভিউয়ে পাশ করতে পারেননি ৷ তাই তাঁদের চাকরির দাবি ন্যায্য নয় ৷ অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) জানিয়েছেন, এই বিষয়টি আদালতের বিচারাধীন ৷ তাই এ নিয়ে তিনি কোনও মন্তব্য করবেন না ৷