নিউটাউন, 29 ডিসেম্বর : কলকাতা পৌরনিগমের ভোটে করা পাপের প্রায়শ্চিত্ত করতে গঙ্গাসাগরে গিয়েছেন মুখ্যমন্ত্রী (Dilip Ghosh on Gangasagar Mela) ৷ আজ নিউটাউনে প্রাপ্তঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্ন এমনটাই জানালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ সেই সঙ্গে কপিলমুনির আশ্রমের প্রধান মহন্তের মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হওয়ার আশির্বাদ দেওয়া নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘মহন্ত রাজনীতি বোঝেন না ৷ তিনি সবাইকেই আশির্বাদ দেন ৷’’ এদিন গঙ্গাসাগরের উন্নয়ন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা অভিযোগ নিয়ে, পাল্টা রাজ্য সরকারকেই নিশানা করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh Criticises CM Mamata Banerjee Over Gangasagar Mela) ৷
গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র উপেক্ষা করে বলে অভিযোগ করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এমনকি প্রধানমন্ত্রীকে একাধিকবার চিঠি দিলেও, তিনি সেই চিঠির জবাব দেননি ৷ যা নিয়ে দিলীপ ঘোষের পাল্টা অভিযোগ, রাজ্যের শাসকদল সর্বত্র নিজেদের জোর খাটাচ্ছে ৷ গঙ্গাসাগরে পূণ্যস্নান করতে যাওয়া পূণ্যার্থীদের প্রতি দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ করেন দিলীপ ঘোষ ৷ তাঁর দাবি, রাজ্য অবহেলার অভিযোগ না করে, সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলুক ৷ সেখানে বিজেপির সাংসদরাও কেন্দ্রের সঙ্গে আলোচনা করবে বলে জানান তিনি ৷