পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"অন্য গাছের ছাল লাগিয়েছিলাম, সেই ছাল এখন খুলে পড়ছে " : বেসুরোদের প্রতি দিলীপ - dilip ghosh

দল ক্ষমতায় না আসার পর থেকেই বিজেপির একের পর এক নেতা বেসুরো হতে শুরু করেছেন । এই বেসুরোদের বিরুদ্ধে দল কি কোনও ব্যবস্থা নেবে ? কী বললেন দিলীপ ঘোষ ?

বেসুরোদের প্রতি দিলীপ
বেসুরোদের প্রতি দিলীপ

By

Published : Jul 9, 2021, 5:35 PM IST

অশোকনগর, 9 জুলাই : "অন্য গাছের ছাল লাগিয়েছিলাম ৷ সেই ছাল এখন খুলে পড়ছে ।" দলের ভাঙন নিয়ে বেসুরোদের নিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । আজ উত্তর 24 পরগনার অশোকনগরে দলীয় বৈঠকে যোগ দিতে এসে দলের বেসুরোদের উদ্দেশ্যে এভাবেই কড়া বার্তা দেন বিজেপির রাজ্য সভাপতি । আজকের বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে ছিলেন দলের বারাসত সাংগঠনিক কনভেনার অনুপ দাস সহ অন্যান্য নেতারা।

দিলীপ ঘোষ এদিন বলেন, "প্রতিটি রাজনৈতিক দলই চায় ঘর গোছাতে । সেই ভেবে আমরাও অনেককে দলে নিয়েছিলাম । সুযোগও দিয়েছিলাম । এবার তারা কি করবে সেটা তাদের ব্যাপার । যারা এসেছিলেন তারা কল্পনা করেছিলেন বিজেপি ক্ষমতায় আসবে । সুযোগ সুবিধা পাওয়া যাবে ৷ সেটা না হওয়ায় কষ্ট হচ্ছে তাদের । আমাদের কর্মীরা লড়াই করতে প্রস্তুত রয়েছে ।"

দল ক্ষমতায় না আসার পর থেকেই বিজেপির একের পর এক নেতা বেসুরো হতে শুরু করেছেন । বেসুরোদের তালিকায় রয়েছেন সব্যসাচী দত্ত, রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সাংসদ সৌমিত্র খাঁ-এর মতো বিজেপি নেতারা ।

দলের বেসুরোদের প্রতি কী বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি
বেসুরোদের বিরুদ্ধে দল কি কোনও ব্যবস্থা নেবে ? এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, "এই নিয়ে দলের মধ্যে চিন্তাভাবনা চলছে । যারা দলের পলিসি মেকার, তাঁরা নিশ্চয় বিষয়টি ভাববেন । আমার একার সিদ্ধান্তে দল চলে না । দল পরিচালিত হয় সার্বজনীনভাবে ।"

আরও পড়ুন :শুভেন্দু-দিলীপের বিরুদ্ধে বলেও শৃঙ্খলা ভাঙেননি সৌমিত্র, সাফাই বঙ্গ বিজেপির সহসভাপতির

সিএএ আইন লাগু প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য, "রাজ্যে এই আইন চালু করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা প্রয়োজন । কেন্দ্রীয় সরকার ঠিক সময়ে সিএএ আইন লাগু করবে ।"

শান্তনু ঠাকুরের কেন্দ্রীয় মন্ত্রী হওয়া নিয়ে পাল্টা তৃণমূলকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, "তৃণমূল মতুয়াদের জন্য কী করেছে ? যদি মতুয়াদের খুশি করা হয়, তাতে অসুবিধে কোথায় ? মতুয়ারা শুধু বঞ্চিত হয়েছে বাম ও তৃণমূল সরকারের আমলে । তাঁরা আমাদের বিশ্বাস করেছে ৷ আমরা তাদের বিশ্বাসের মর্যাদা দিয়েছি । তাদের আমরা সম্মান দেব, সুরক্ষা দেব, নাগরিকত্বও প্রদান করব ।"

ABOUT THE AUTHOR

...view details