পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dilip Ghosh Criticises Mamata:মমতা রেলকে ডুবিয়েছেন, ভাড়া বাড়াতে দেননি বলে এই দুর্দশা; কটাক্ষ দিলীপের - dilip ghosh blames mamata banerjee

বালাসোরের রেল দুর্ঘটনার জন্য প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন দিলীপ ঘোষ ৷ রবিবার তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রেলকে নিয়ে রাজনীতি করেছেন ৷

ETV Bharat
ফাইল ছবি

By

Published : Jun 4, 2023, 11:04 PM IST

দিলীপ ঘোষের বক্তব্য

ব্যারাকপুর, 4 জুন:ওড়িশার বালাসোরে তিন ট্রেনের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ৷ বালেশ্বরের ঘটনায় রেলের গাফিলতির দিকে আঙুল তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার ব্যারাকপুরে দলীয় এক কর্মিসভায় যোগ দিয়ে এরই পালটা দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ৷

তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় রেলকে নিয়ে রাজনীতি করেছেন ৷ তাঁর আমলে রেলের ভাড়া বাড়াতে দেননি তাই এই দুর্দশা ৷ এদিন দিলীপ ঘোষ বলেন, "ওনার তো সবই নিজের, আর সবকে ডোবাচ্ছেন ৷ রেলকে রাজনীতির জন্য ব্যবহার করেছেন মমতা ৷ ভাড়া বাড়াতে দেননি ৷ যদি ভাড়া বাড়ত আর উন্নতি হত তাহলে রেলের এই দুর্দশা হতো না ৷ দশ বছরে আধুনীকিকরণ হয়ে যেত, যেটা এখন মোদিকে করতে হচ্ছে ৷ উনি রেলে চড়ে রাজনীতি করে মুখ্যমন্ত্রী হয়েছেন ৷ রেলকে ডুবিয়েছেন, রাজ্যকে ডোবাচ্ছেন ৷"

বালোসোরের দুর্ঘটনার দায় পূর্বতন রেলমন্ত্রীদের দিকে ঠেলে দিয়েছেন দিলীপ ৷ তাঁর কথায়, 70 বছরে কেন রেল আধুনিকীকরণ হল না ৷ রেল হল আমাদের লাইফ লাইন । সারা বিশ্বের রেললাইন উন্নত, আর ভারতের তুলনা করা হয় পাকিস্তানের সঙ্গে ৷ এদিন এই প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের মতোই পরিযায়ী শ্রমিকদের তত্ত্ব খাড়া করেছেন দিলীপ ঘোষ ৷ বলেছেন,"যাঁরা মারা গিয়েছেন তাঁরা হয় চিকিৎসা করতে গিয়েছেন, নয়তো তাঁরা পরিযায়ী শ্রমিক, বাইরে কাজ খুঁজতে গিয়েছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের রোগী সাপ্লাই করছেন অন্য রাজ্য আর পরিযাই শ্রমিক সাপ্লাই করছেন । ভারতবর্ষে যত দুর্ঘটনা হয় কেন বাঙালি বেশী মরে ৷"

আরও পড়ুন: ট্রেন দুর্ঘটনায় মৃৃতদের পরিবারদের সঙ্গে দেখা করতে অগ্নিমিত্রাকে বাধা তৃণমূলের, বচসা পুলিশের সঙ্গেও

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতে গিয়ে তাঁর আমলে ঘটা জ্ঞানেশ্বরী ট্রেন দুর্ঘটনার কথা বলেন ৷ যদিও এদিনই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, জ্ঞানেশ্বরীর ঘটনা ছিল নাশকতার ৷ সিপিএম ও মাওবাদীরা মিলে তা ঘটায় ৷

ABOUT THE AUTHOR

...view details