পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'দিদিকে বলো' চাপে ফেলেছে দলীয় কর্মীদের : মদন - Madan Mitra on Mamata Banerjee

কাটমানি ইশুতেও মুখ খোলেন প্রাক্তন মন্ত্রী ৷ বলেন, "কাটমানির কথা একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়‌ই বলতে পেরেছেন ৷ এর মাধ্যমে দল আরও সতর্ক হতে পারবে । চাপে থাকবেন তৃণমূলের নেতা ও কর্মীরা ।

মদন

By

Published : Aug 2, 2019, 11:23 AM IST

Updated : Aug 2, 2019, 1:29 PM IST

বারাসত, 2 অগাস্ট : 'দিদিকে বলো' কর্মসূচির প্রশংসায় মদন মিত্র ৷ প্রাক্তন এই তৃণমূল বিধায়কের বক্তব্য, এর ফলে দলের নেতা ও কর্মীরা চাপে রয়েছেন ৷ সর্বদা সতর্ক থাকছেন সকলে ৷

গতকাল সারদা মামলার হাজিরা দিতে বারাসত বিশেষ আদালতে গেছিলেন মদন মিত্র ৷ সেখানেই 'দিদিকে বলো' কর্মসূচির প্রশংসা করেন তিনি ৷ বলেন, "দিদিকে বলো-র মধ্যে দিয়ে অনেক মানুষ সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছেন । তাঁদের বিভিন্ন অভাব অভিযোগ‌ তুলে ধরতে পারছেন । এটা তো ভালো দিক ।" সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণেই কী 'দিদিকে বলো' কর্মসূচি গ্রহণ করতে হচ্ছে তৃণমূলকে? এ প্রসঙ্গে মদন মিত্রর মন্তব্য, "জনসংযোগ নিবিড় ও সম্পর্ক দৃঢ় করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে ।"

কী বলছেন মদন মিত্র

কাটমানি ইশুতেও মুখ খোলেন প্রাক্তন মন্ত্রী ৷ বলেন, "কাটমানির কথা একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়‌ই বলতে পেরেছেন ৷ এর মাধ্যমে দল আরও সতর্ক হতে পারবে । চাপে থাকবেন তৃণমূলের নেতা ও কর্মীরা । মুখ্যমন্ত্রী বলার পর অনেক জায়গায় তো মানুষ টাকাও ফিরে পাচ্ছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙিয়ে রাখছেন । রাজ্যে লোকায়ুক্ত থাকলেও মুখ্যমন্ত্রীর কাটমানি নিয়ে পদক্ষেপ মানুষ ভালোভাবে নিয়েছেন । সাড়াও পাওয়া যাচ্ছে তাতে !"

পাশাপাশি, ভাটপাড়ায় শান্তি ফেরানোর আবেদন জানিয়ে মদন বলেন, "রাজনীতি যাই থাকুক, ভাটপাড়ায় শান্তি ফিরে আসুক, এটাই চাই৷" BJP-তে যোগ দেওয়া প্রসঙ্গে মদন মিত্র বলেন, "আমি BJP-তে যাব না । আমি দলে কোন‌ও পদে নেই । তবুও আমি মানুষের কাজ করে যাব ।"

Last Updated : Aug 2, 2019, 1:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details