পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Primary TET : নিয়োগপত্রের দাবিতে জেলাশাসকের দফতরে 2014 প্রাথমিকের টেট উত্তীর্ণদের বিক্ষোভ

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির পরও নিয়োগপত্র পাননি 2014 সালের প্রাথমিকের টেট উত্তীর্ণ ডিএলইডি প্রশিক্ষণপ্রাপ্ত চাকরিপ্রার্থীরা ৷ তারই প্রতিবাদে চাকরিপ্রার্থীদের একাংশ আজ উত্তর 24 পরগনা জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখালেন ৷ সেই সঙ্গে তাঁদের দাবি জানিয়ে জেলাশাসকের কাছে একটি স্মারকলিপিও জমা দিয়েছেন চাকরিপ্রার্থী আন্দোলনকারীরা ৷

demonstration-at-district-magistrate-office-who-have-passed-the-primary-tet-of-2014-in-north-24-pargana
Primary TET : নিয়োগপত্রের দাবিতে জেলাশাসকের দফতরে 2014 প্রাথমিকের টেট উত্তীর্ণদের বিক্ষোভ

By

Published : Aug 3, 2021, 10:58 PM IST

বারাসত, 3 অগস্ট : মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন । কিন্তু সাত বছরেও সেই প্রতিশ্রুতি পালন করেননি তিনি । সেই অভিযোগে উত্তর 24 পরগনায় এবার পথে নামলেন 2014 সালে প্রাথমিকের টেট উত্তীর্ণ ডিএলইডি (DLEd) প্রশিক্ষিত চাকরিপ্রার্থীরা । এদিন মিছিল করে প্রথমে জেলাশাসকের দফতরের সামনে যান প্রাথমিকের টেট উত্তীর্ণরা । এর পর নিয়োগের দাবিতে থালা বাজিয়ে বিক্ষোভ দেখানো হয় সেখানে । তুমুল বিক্ষোভে উত্তাল হয়ে উঠে জেলাশাসকের দফতর । পরিস্থিতি সামাল দিতে আগে থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছিল সেখানে । ফলে অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে । বিক্ষোভের পাশাপাশি টেট উত্তীর্ণদের এক প্রতিনিধিদল নিয়োগ সহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি জমা দেয় জেলাশাসকের কাছে ।

রাজ্যে 2014 সালের প্রাথমিক টেট উত্তীর্ণের সংখ্যা প্রায় কুড়ি হাজার । তাঁরা সকলেই ডিএলইডি প্রশিক্ষণপ্রাপ্ত । তাঁদের মধ্যে অধিকাংশ এখনও প্রাথমিক শিক্ষকের চাকরি পাননি বলে অভিযোগ । অথচ নিয়োগের দাবিতে বারবার তাঁরা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন । ঘুরে বেরিয়েছেন সরকারের এক দফতর থেকে আরেক দফতরে । এ বিষয়ে বহুবার শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণও করেছেন চাকরিপ্রার্থীরা ৷ প্রতিবারই মিলেছে গালভরা প্রতিশ্রুতি । তবে, কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ বিক্ষোভকারী চাকরিপ্রার্থীদের ।

Primary TET : নিয়োগপত্রের দাবিতে জেলাশাসকের দফতরে 2014 প্রাথমিকের টেট উত্তীর্ণদের বিক্ষোভ

আরও পড়ুন : বাঁকুড়ায় প্রাথমিকের টেট উত্তীর্ণদের বিক্ষোভ

তাঁদের আন্দোলনের জেরে একসময় মুখ্যমন্ত্রীও প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের কুড়ি হাজার ডিএলইডি প্রশিক্ষণপ্রাপ্ত প্রাথমিক টেট উত্তীর্ণদের ধাপে ধাপে নিয়োগপত্র দেওয়া হবে । এর মধ্যে প্রথম পর্যায়ে 16 হাজার 500 জনকে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে এদিন দাবি করেছেন আন্দোলনকারীরা । যদিও সেই প্রতিশ্রুতির পরও চাকরিপ্রার্থীদের অধিকাংশ নিয়োগপত্র হাতে পাননি বলে অভিযোগ উঠেছে । এসবের মধ্যেই নিয়োগ নিয়ে সরকারের বিরুদ্ধে টালবাহানার অভিযোগ তুলে এদিন দুপুরে 2014 সালের টেট উত্তীর্ণরা জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখান ৷ থালা বাজিয়ে, পোস্টার হাতে নিয়ে নিয়োগের দাবিতে চলে স্লোগান ।

ABOUT THE AUTHOR

...view details