পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আবাসন থেকে উদ্ধার বৃদ্ধার পচাগলা দেহ - dead body

সকাল থেকে ছড়াচ্ছিল পচা গন্ধ । সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন প্রতিবেশীরা । দরজা ভেঙে উদ্ধার করা হয় এক বৃদ্ধার পচাগলা দেহ ।

বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধার

By

Published : May 26, 2019, 11:11 PM IST

বারাসত, 26 মে : আবাসন থেকে উদ্ধার হল এক বৃদ্ধার পচাগলা দেহ । আজ দুপুরে দরজা ভেঙে দেহটি উদ্ধার করে পুলিশ । ঘটনাটি বারাসতের নবপল্লি এলাকার ।

মৃতের নাম সুকন্যা সেনগুপ্ত (62) । ওই আবাসনে তিনি একা থাকতেন । পরিবার বলতে রয়েছে দূর সম্পর্কের এক বোন । তিনিও থাকেন অনেক দূরে । সুকন্যাকে 10 দিন আগে দেখা গেছিল বলে জানান প্রতিবেশীরা । আজ সকালে ঘরের ভিতর থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল । দিন বাড়ার সঙ্গে গন্ধ বাড়তে থাকে । সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন বারাসত থানার পুলিশকে । পুলিশ ঘটনাস্থানে পৌঁছে দরজা ভেঙে মৃতদেহটি উদ্ধার করে ।

বারাসত থানার IC দীপঙ্কর ভট্টাচার্য বলেন, "দেহটি খাটের উপর একপাশ হয়ে পড়েছিল । ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । রিপোর্ট এলেই কীভাবে তাঁর মৃত্যু হয়েছে জানা যাবে । তাঁর বোনকেও খবর দেওয়া হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details